এবার ঘরের মাঠে ডেকে ভারতীয় দলকে হারিয়ে দিল বাংলাদেশ। মিরপুরে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ভারতকে এক উইকেটে হারাল প্রতিবেশী দেশ। লিটন দাস একদিন আগেই দাবি করেছিলেন, বাংলাদেশকে আর আন্ডারডগ ভাবে না ভারতীয় দল। বাংলাদেশ-ভারতের লড়াই এখন হয় সমানে-সমানে।
আরও পড়ুন- বিশ্বকাপে রেফারিরা পরছেন ৬ লাখ টাকার ঘড়ি! কী এমন আছে এই ঘড়িতে, জেনে নিন
advertisement
লিটন দাসের সেই দাবি যে ভুল নয়, তা প্রমাণ করে দিল বাংলাদেশ দল। প্রথম ওয়ানডে-তে এই জয় বাংলাদেশের আত্মবিশ্বাস অনেকটা বাড়িয়ে দিল। এদিন টসে জিতে বাংলাদেশের অধিনায়ক লিটন দাস ভারতকে ব্যাটিং করতে পাঠান।
ভারতীয় দলের ইনিংস গুটিয়ে যায় মাত্র ১৮৬ রানে। রোহিত শর্মা রান পাচ্ছেন না ৩৫ মাস হতে চলল। এদিন কে এল রাহুল (৭৩) ছাড়া আর কোনও ভারতীয় ব্যাটার উল্লেখযোগ্য রান করতে পারলেন না।
পাল্টা ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি বাংলাদেশের। নাজমুল হোসেন শান্ত শূন্য রানে ফেরেন। অধিনায়ক লিটন করেন ৪১। নবম উইকেট যখন পড়ে তখন বাংলাদেশের রান ছিল ১৩৬। সেখান থেকে শেষ উইকেটে মিরাজ-মোস্তাফিজের জুটি বাংলাদেশকে জয় এনে দেয়।
আরও পড়ুন- শেজনির ভয়ে কাঁটা ফ্রান্স! ৯০ মিনিটের পর খেলা গড়ালে কী হবে? চিন্তায় ফরাসী কোচ
ভারতের হয়ে মহম্মদ সিরাজ তিনটি উইকেট পান। কুলদীপ সেন ও ওয়াশিংটন সুন্দর ২টি করে উইকেট তুলে নেন। মিরপুরে এদিন ভরপুর সমর্থন পেয়েছিল বাংলাদেশ দল। প্রিয় দলকে সমর্থন জোগাতে দলে দলে সমর্থকরা মাঠে এসেছিলেন।