হার্দিক পান্ডিয়া চোট পাওয়ার পর সূর্যকুমার যাদব সুযোগ পেয়েছিলেন প্রথম একাদশে। বাংলাদেশ ম্যাচের পর থেকে নিয়মিত সব ম্যাচে সুযোগ পেয়েছেন তিনি। কিন্তু একটি ৪৯ ছাড়া আর কোনও আহামরি স্কোর নেই সূর্যের। বিশ্বকাপে যে সাতটি ম্যাচ সুূর্যকুমার যাদব খেলেছেন তাতে তাঁর স্কোর ২, ৪৯, ১২, ২২, ২, ১ ও ১৮। ইংল্যান্ডের বিরুদ্ধে ৪৯ রানের ইনিংস ছাড়া বলার মত কোনও ইনিংস গোটা বিশ্বকাপে খেলতে পারেননি তথাকথিত মিস্টার ৩৬ ডিগ্রি।
advertisement
ফাইনালেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কার্যকরী ইনিংস খেলার সুযোগ পেয়েছিলেন সূর্যকুমার যাদব। যখন তিনি ব্যাট করতে নামেন তখন ভারতের স্কোর ৩৫.৫ ওভারে ৫ উইকেটে ১৭৮ রান। যেখানে টেলেন্ডারদের সঙ্গে নিয়ে দায়িত্বশীল ইনিংস খেলার কথা সূর্যকুমারের, সেখানে অনেকটা নিজেকে বাঁচিয়ে ব্যাটিং করার চেষ্টা করেন তিনি। ওভারের শুরুতেই রান নিয়ে টেলেন্ডারদের চাপে ফেলে দেন তিনি। এমনকী স্লগ ওভারেও হিট করতে পারেননি সূর্য। ১৮ রান করে আউট হন।
এমনিতেই ওয়ান ডে ক্রিকেটে সূর্যকুমারের জায়গা নড়বড়ে। বিশ্বকাপের দলে তাঁকে সুযোগ দেওয়া নিয়ে উঠেছিল প্রশ্ন। আর বিশ্বকাপে যে পারফরম্যান্স করলেন সূর্যকুমার যাদব তাতে আগামি দিনে একদিনের ভারতীয় দলে তিনি জায়গা পাবেন কিনা তা নিয়ে বড় প্রশ্ন চিহ্ন উঠে গেল।