সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে বিরাট কোহলিকে ঠোট ঠাসা চুমু দিচ্ছেন এক তরুণি। 'বিরাট কোহলির' ঠোটে নিজের গাল ঠেকান ওই তরুণি। এই পুরো ঘটনাটি ঘটেছে দিল্লির মাদাম তুসো মিউজিয়ামে। ভাইরাল হয়েছে তাতে দেখা গিয়েছে, দিল্লির মাদাম তুসো মিউজিয়ামে কোহলির একটি মোমের মূর্তি বসানো রয়েছে। সেই মূর্তিতে একাধিক চুমু খাচ্ছেন ওই তরুণি। বিরাট কোহলির মূর্তির কাছ থেকেও চুমু নেওয়ার চেষ্টা করেন ওইণ তরুণ।
advertisement
আরও পড়ুনঃ Lionel Messi: মেসির অবিশ্বাস্য গোল, স্তম্ভিত-হতবাক গোটা বিশ্ব, অবাক এমবাপে-নেইমার, দেখুন ভিডিও
এই ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। বিরাট কোহলিকে কাছ থেকে একবার দেখার জন্য বা ছুয়ে জেখার জন্য ফ্যানেদের মধ্যে উন্মাদনা দেখা যায়। প্রাক্তন ভারত অধিনায়ককে সামনে পেলে সেলফি তোলার জন্যও হিড়িক পড়ে যায়। লাইন লেগে যায় অটোগ্রাফ নেওয়ার। কিন্তু বিরাট কোহলির মূর্তি কাছে পেয়েও যে এমনভাবে ভালোবাসা উজার করে দেওয়া তা নেট দুনিয়ায় ঝড় তুলেছে।