কোহলির কাছে দ্রাবিড় জানতে চেয়েছিলেন অফ ফর্মের সময় নিজের শতরান নিয়ে কতটা চিন্তিত ছিলেন তিনি। তার উত্তরে বিরাট কোহলি নিজের ভুলের কথা জানানোর পাশাপাশি তার লক্ষ্যের কথাও জানিয়েছেন বিরাট কোহলি। কোহলি বলেছেন,'দীর্ঘ সময় ব্যাট করাই তাঁর আসল লক্ষ্য। ব্যক্তিগত মাইলস্টোন নয়, দলের হয়ে খেলতে চাই আমি। আমি সবসময় দলের পরিস্থিতি অনুযায়ী খেলি এবং সেই সময়ে যদি সেঞ্চুরি আসে তবে তা ভালো। আমি কী চাইছি তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ দলের প্রয়োজন।' এছাড়াও বিরাট কোহলি বলেন, নিজের কিছু ভুলের জন্যই এতদিন রান আসছিল না। ৪০-৫০ রান করে খুশি হওয়ার লোক আমি নই। বড় রান পাওয়ার জন্য ওলম্বা সময় ব্যাটিং করার জন্য অনেক পরিশ্রম করেছি।'
advertisement
আরও পড়ুনঃ এই রেকর্ড নেই সচিন-পন্টিং-লারাদের, বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে বিরাট নজির কোহলির
কোহলি-দ্রাবিড়ের আড্ডা চলাকালীন টিম ইন্ডিয়ার কোচ নিজেও জানান তিনি বিরাট কোহলির শতরান দেখার জন্য অপেক্ষায় ছিলেন। ‘একজন খেলোয়াড় হিসেবে তোমার সঙ্গে খেলার সময় তোমার ব্যাটে অনেক সেঞ্চুরি দেখেছি। অবসরের পরও আমি টিভিতে তোমার অনেক টেস্ট সেঞ্চুরি দেখেছি, কিন্তু গত ১৫-১৬ মাসে আমি টেস্ট সেঞ্চুরি দেখিনি। যখন আমি দলের কোচ হলাম তারপর থেকে তোমার টেস্ট সেঞ্চুরি দেখার জন্য অনেকদিন অপেক্ষা করেছিলাম, কিন্তু অবশেষে সেটি দেখতে পেলাম।’ শেষে বিরাট কোহলিকে আগামির জন্য শুভেচ্ছাও জানিয়েছেন রাহুল দ্রাবিড়।