বিশ্বকাপের প্রাথমিক দলে কোনও ডান হাতি স্পিনার না রাখা নিয়ে কম জলঘোলা হয়নি। একাধিক প্রাক্তন ক্রিকেটার প্রশ্ন তুলেছিলেন দল নির্বাচন নিয়ে। দলে রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেল দুই বাঁ হাতি ট্র্যাডিশনাল স্পিনার সঙ্গে চায়নাম্যান কুলদীপ যাদব। তিন বাঁ হাতি স্পিনার রয়েছে দলে। এশিয়া কাপে অক্ষর প্যাটেল চোট পাওয়ার পর অশ্বিনকে ফেরানোর দাবি আরও জোরদার হয়। অবশেষে ২০ মাস পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে কেন অশ্বিনকে ফেরানো হল তা নিয়ে মুখ খুললেন রোহিত শর্মা।
advertisement
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দল গঠনের পর অশ্বিনকে নিয়ে প্রশ্নের উত্তরে রোহিত শর্মা বলেন,”অশ্বিন দেশের হয়ে টেস্ট ক্রিকেটে লাগাতার খেলেছে। ক্রিকেটের এই ফর্ম্যাটে দীর্ঘ দিন না নামলেও আমার ওকে নিয়ে খুব একটা চিন্তা নেই। ওর ফিটনেস কোন জায়গায় রয়েছে তা নিয়ে আমার সঙ্গে কথা হয়েছে। ওর অভিজ্ঞতা ও শরীরের থেকে মাথাটা বেশি চলে, ওটাই যথেষ্ট। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে ওকে দেখে নেওয়ার সুযোগ পাব।” ফলে রোহিতের কথা থেকেই স্পষ্ট অশ্বিনের উপর আস্থা রয়েছে দলের আর বিশ্বকাপের জন্য তিনি ভাবনায় রয়েছে।
আরও পড়ুনঃ ODI World Cup 2023: বিশ্বকাপের আগে রোহিত শর্মা ৩ চিন্তা, সমাধানের খোঁজে ভারত অধিনায়ক
এক ঝলকে দেখে নিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুটি ওডিআই-এর জন্য ভারতের স্কোয়াড: কেএল রাহুল (অধিনায়ক), রবীন্দ্র জাদেজা (সহ-অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড়, শুভমন গিল, শ্রেয়স আণইয়ার, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, ইশান কিশন, শার্দূল ঠাকুর, ওয়াশিংটন সুন্দর, রবিচন্দ্রন অশ্বিন, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, মহম্মদ শামি, এবং প্রসিদ্ধ কৃষ্ণা।
এক ঝলকে দেখে নিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ওডিআই-এর জন্য ভারতের স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আয়ার, সূর্যকুমার যাদব, কেএল রাহুল (উইকেটকিপার), ইশান কিশান, রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, অক্ষর পটেল (ফিটনেসের উপর নির্ভর করছে), ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, রবিচন্দ্রন অশ্বিন, জসপ্রীত বুমরা, মহম্মদ শামি এবং মহম্মদ সিরাজ।