সোশ্যাল মিডিয়ায় বরাবরই খুবই সক্রিয় জাড্ডু। রিলস থেকে নানা লুকসে ছবি শেয়ার করে থাকেন তিনি। অশ্বিন ততটা সক্রিয় না হলেও বন্ধুর সঙ্গে এবার পাল্লা দিলেন তিনিও। ম্যাচের পর দুজন মিলে একটি ভিডিও বানিয়েছেন যেখানে প্রথমে 'খিলাড়ি' অক্ষয় কুমারের ছবির কমেডি ডায়লগ বলতে দেখা যায় জাদেজা ও অশ্বিনকে। তারপর তারপর ওই একই ভিডিও শেষের দিকে অস্কার জয়ী 'আরআরআর' সিনেমার গান 'নাটু নাটুতে' হাল্কা কোমড়ও দোলান দুজনে। জাদেজা ও অশ্বিনের এই যুগলবন্দির ভিডিও এখন ভাইরাল।
advertisement
আরও পড়ুনঃ IPL 2023: আইপিএলে কি খেলতে পারবেন শ্রেয়স আইয়র! কেকেআর অধিনায়কের চোট নিয়ে এল বড় আপডেট
প্রসঙ্গত, চোট সারিয়ে দীর্ঘ সময় পর বর্ডার-গাভাসকর সিরিজেই মাঠে ফিরেছিলেন রবীন্দ্র জাদেজা। আর ফিরেই প্রমাণ করে দিয়েছেন দলের জন্য তিনি কতটা অপরিহার্য। ব্যাটে-বলে গোটা সিরিজ অনবদ্য পারফর্ম করেছেন। একইসঙ্গে এই মজার ভিডিওর মতই অশ্বিনজ-জাদেজা জুটি যে প্রতিপক্ষের কাছে কতটা ত্রাস তা ফের প্রমাণ পেয়েছে অজিরা। যুগ্মভাবে সিরিজ সেরা হয়েও জাদেজা-অশ্বিন একে অপরের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। একে অপরকে পাশে না পেলে এমন সাফল্য আসতে বলেই মত দুই তারকার।