TRENDING:

IND vs AUS: স্টার্কের আগুনে পেসে ধরাশায়ী ভারত, ১১৭ রানে অলআউট টিম ইন্ডিয়া

Last Updated:

IND vs AUS: ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় একদিনের ম্যাচে বিশাখাপত্তনমে ধরাশায়ী টিম ইন্ডিয়ার তারকাখোচিত ব্যাটিং লাইন। মিচেল স্টার্কের আগুনে পেস বোলিংয়ের সামনে ১১৭ রানে অলআউট গোটা দল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বিশাখাপত্তনম: ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় একদিনের ম্যাচে বিশাখাপত্তনমে ধরাশায়ী টিম ইন্ডিয়ার তারকাখোচিত ব্যাটিং লাইন। মিচেল স্টার্কের আগুনে পেস বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারল না রোহিত শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব, কেএল রাহুলরা। অজি বাঁ হাতি পেসারের সামনে তাসের ঘরের মত ভেঙে পড়ল ভারতীয় ব্যাটিং। ১১৭ রানে সাজঘরে গোটা দল। ৫০ ওভারের ম্যাচে মাত্র ২৬ ওভারেই অলআউট রোহিত শর্মার দল। একমাত্র কিছুটা লড়াই করার চেষ্টা করলেন বিরাট কোহলি ও অক্ষর প্যাটেল। কোহলি ৩১ ও অক্ষর ২৯ রান করেন। এছাড়া কোনও ভারতীয় ব্যাটার ২০ রানের গণ্ডি টপকাতে পারেননি। স্টার্কের ৫ উইকেট ছাড়াও ৩ উইকেট নেন সিন অ্যাবট ও ২ উইকেট নেন ন্যাথান এলিস।
advertisement

এদিন বিশাখাপত্তনমে বৃষ্টির পূর্বাভাস ছিল। খেলা হবে কিনা তা নিয়ে সন্দেহ ছিল। পরিস্থিতি স্বাভাবিক হতে সঠিক সময়েই টস হয়। কিন্তু বৃষ্টির বদলে অজি পেসাররা যে এমন আগুন ঝরাবেন তা কল্পনাও করতে পারেননি ভারতীয় ফ্যানেরা। টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। এদিন ভারতীয় দলে ফেরেন রোহিত শর্মা। ইনিংসের শুরু থেকেই স্টার্কের পেসের সামনে অসহায় আত্মসমর্পন করে ভারতীয় দল। খাতাই খুলতে পারেননি শুভমান গিল ও সূর্যকুমার যাদব। রোহিত শর্মাও সাজঘরে ফেরেন ১৩ রান করে। গত ম্যাচের নায়ক কেএল রাহুল করেন ৯ রান। স্টার্ক ছাড়াও ভারতীয় ব্যাটারদের নাকানি-চোবানি খাওয়ায় সিন অ্যাবন ও ন্যাথান এলিসরা।

advertisement

আরও পড়ুনঃ ISL Champion Mohun Bagan: ভারতসেরা মোহনবাগানের সেরা ১০টি ছবি, যা সর্বদা হৃদয়ে থেকে যাবে মেরিনার্সদের

হার্দিক পান্ডিয়া ১, রবীন্দ্র জাদেজা ১৬, কুলদীপ যাদব ৪, মহম্মদ শামি ও সিরাজ খাতাই খুলতে পারেননি। অর্থাৎ মোট ৪ জন শূন্যরানে আউট হন। বিরাচ কোহলি ৩১ ও অক্ষর প্যাটেল ২৯ রান না করলে আরও লজ্জাজনক স্কোরের সম্মুখীন হতে হত ভারতকে। যদিও ১১৭ রান একদিনের ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের ক্রিকেচে সবখেকে কম স্কোর ভারতের। ১১৮ রানের টার্গেট অস্ট্রেলিয়ার সহজেই তাড়া কর ফেলবে বলেই মনে করা হচ্ছে।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
IND vs AUS: স্টার্কের আগুনে পেসে ধরাশায়ী ভারত, ১১৭ রানে অলআউট টিম ইন্ডিয়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল