আরও পড়ুন: দাদা-র স্মৃতি ফিরিয়ে দিল বিরাটের ভারত, উত্তাল টুইটার
পার্থে দ্বিতীয় টেস্টের ১৩ জনের দল ঘোষণা করল বোর্ড৷ দলে রয়েছেন, বিরাট কোহলি (ক্যাপ্টেন), অজিঙ্ক রাহানে (ভাইস ক্যাপ্টেন), এম বিজয়, কে এল রাহুল, চেতেশ্বর পূজারা, হনুমা বিহারী, ঋষভ পন্থ (উইকেট কিপার), রবীন্দ্র জাডেজা, ঈশান্ত শর্মা, মহম্মদ শামি, যশপ্রীত বুমরাহ, ভূবনেশ্বর কুমার, উমেশ যাদব৷ ১৪ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট৷
advertisement
বাঁ গোড়ালিতে চোটে কাবু পৃথ্বী শ৷ তবে বোর্ড সূত্রের খবর, দ্রুত সেরে উঠছেন তিনি৷ সে ক্ষেত্রে তৃতীয় টেস্টে তাঁর দলে ফেরার আশা করা হচ্ছে৷ তবে দ্বিতীয় টেস্টে খেলছেন না পৃথ্বী৷ আর অশ্বিনের তলপেটে বাঁ দিকের পেশিতে টান পড়ায়, দ্বিতীয় টেস্টে বাদ৷ অ্যাডিলেড টেস্টে ফিল্ডিং করার সময় কোমরে চোট পান রোহিত শর্মা৷ অতএব তিনিও নেই৷ এই তিন জনকে দ্রুত সুস্থ করে তোলার চেষ্টা করা হচ্ছে৷ যাতে তৃতীয় টেস্টে দলে ফিরতে পারেন৷