কিন্তু কথায় বলে ‘পুরনো চাল ভাতে বাড়ে’। এশিয়া কাপের পর শামি যেন অপেক্ষা করছিল শুধু যোগ্য জবাব দেওয়ার সুযোগের। আর সেই সুযোগ চলে এল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে। এশিয়া কাপে রিজার্ভ বেঞ্চে তাকে বসিয়ে রাখা হলেও তিনি ফুরিয়ে যাননি। এখনও একাই যে কোনও দলের ব্যাটিং লাইনকে ধ্বংস করার ক্ষমতা রাখেন তিনি। অজিদের বিরুদ্ধে আগুন ঝরানো বোলিং করে ৫ উইকেট নিলেন শামি।
advertisement
এদিন ভারতীয় বোলারদের মধ্যে শুরু থেকেই দারুণ ছন্দে বোলিং করেন মহম্মদ শামি। এদিন শামির বোলিংয়ে লেন্থ, সুইং ও সিম মুভমেন্টের প্রশংসা করেন ক্রিকেট বিশেষজ্ঞরা। এদিন শামির উইকেটের তালিকায় মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মার্কাস স্টয়নিস, ম্যাট শর্ট, সিন অ্যাবট। ১০ ওভারে ৫১ রান দিয়ে ৫ উইকেট নেন শামি। এদিন শামির বোলিং বিশ্বকাপের আগে যেন বার্তা তিনি সহজে হাল ছেড়ে দেওয়ার পাত্র নয়।
আরও পড়ুনঃ Knowledge Story: বলুন তো ইংরেজিতে সবথেকে লম্বা শব্দ কী? এক সুযোগে উচ্চারণ করতে পারলে আপনি জিনিয়াস
শামির এই পারফরম্যান্স বিশ্বকাপের আগে রোহিত শর্মা ও রাহুল দ্রাবিড় সহ ভারতীয় টিম ম্যানেজমেন্টের। শামি যেভাবে সিরাজের ৬ উইকেটের জবাব ৫ উইকেট নিয়ে দিয়েছেন, তাতে বিশ্বকাপের দলে কাকে রাখা হবে তা নিয়ে এখন থেকেই চর্চা শুরু হয়ে গিয়েছে। একইসঙ্গে চাপ বাড়বে জসপ্রীত বুমরাহের উপরও। ফলে দলের অভ্যন্তরে এই স্বাস্থ্যকর লড়াউ থাকলে আখেরে ভারতীয় দলেরই লাভ হবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।