#মেলবোর্ন: এমসিজি-তে আজ, শুক্রবার সকালটা ছিল ভারতেরই ৷ আরও ভাল করে বলতে গেলে জসপ্রীত বুমরাহের ৷ ৬ উইকেট নিয়ে ক্যাঙারুদের একাই গুড়িয়ে দিলেন তিনি ৷ ভারতের প্রথম ইনিংসে ৪৪৩ রানের জবাবে অস্ট্রেলিয়া গুটিয়ে গেল মাত্র ১৫১ রানেই ৷ যদিও অস্ট্রেলিয়াকে ফলো-অন করায়নি ভারত ৷
গতকালের বিনা উইকেটে ৮ রান নিয়ে খেলা শুরু করে শুক্রবার প্রথম থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া ৷ দুই ওপেনার হ্যারিস (২২) এবং ফিঞ্চ (৮) আউট হওয়ার পর খোয়াজা (২১), শন মার্শ (১৯), হেড (২০), মিচেল মার্শ (৯) ৷ রান পাননি কেউই ৷ চা বিরতির অল্প কিছুক্ষণ পরেই অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া ৷ বুমরাহের ৬ উইকেটের পাশাপাশি ২টি উইকেট জাদেজার ৷ এবং ১টি করে উইকেট নিয়েছেন ইশান্ত এবং শামি ৷
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 28, 2018 10:54 AM IST