TRENDING:

India vs Australia: মেলবোর্নে ২-১, বর্ডার গাভাস্কর ট্রফি দখলে রাখল ভারত

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভারত: ৪৪৩/৭ (ডিক্লেয়ার) ও ১০৬/৮ (ডিক্লেয়ার), অস্ট্রেলিয়া: ১৫১ ও ২৬১ (টার্গেট-৩৯৯)
advertisement

ভারত জয়ী ১৩৭ রানে

#মেলবোর্ন: মেলবোর্নে ঐতিহাসিক জয় ভারতের ৷ অস্ট্রেলিয়াকে ১৩৭ রানে হারিয়ে বিরাট জয় পেলেন কোহলিরা ৷ সেইসঙ্গে সিরিজে ২-১ এ এগিয়ে গিয়ে বর্ডার-গাভাস্কর ট্রফি নিজেদের দখলেই রাখল ভারত ৷ নাছোড় বৃষ্টি বা প্যাট কামিন্সের অসাধারণ লড়াই কোনও কিছুই শেষ রক্ষা করতে পারল না অস্ট্রেলিয়ার ৷

advertisement

শনিবার চতুর্থ দিনের শেষে অস্ট্রেলিয়ার ৮ উইকেট পরে যাওয়ার পরেই টিম পেইনদের ভবিষ্যত প্রায় স্পষ্ট হয়ে উঠেছিল ৷ কিন্তু সিঁদুরে মেঘ ছিল রবিবার ম্যাচের শেষ দিনে ৮৫ শতাংশ বৃষ্টির পূর্বাভাস ৷ আবহাওয়াবিদদের ভবিষ্যতবাণী ১০০ শতাংশ সফল করে রবিবার মেলবোর্নের সকালে শুরুও হয় বৃষ্টি ৷ বৃষ্টির দাপটে লাঞ্চ পর্যন্ত একটি বলও খেলা হয়নি ৷ কিন্তু তারপর আকাশ কিছুটা পরিষ্কার হতেই অজি-বধে নেমে পড়ে ভারতীয় পেস ব্যাটারি ৷

advertisement

বুমরাহদের এই আক্রমণকে কেন বিশ্বের সেরা বলা হচ্ছে তা বোঝা গেল মাত্র দু’ওভার পরেই ৷ যখন বুমরাহর একটা অসাধারণ ডেলিভারিতে পূজারার হাতে খোঁচা দিয়ে ফিরতে বাধ্য হলেন প্যাট কামিন্স ৷ ১৯৮২-র সেই বর্ডার-থমসন জুটিকে মনে করিয়ে দিতে না পারলেও প্রায় বীরগাঁথা হয়ে থাকল কামিন্সের এই ইনিংস ৷ ৬৩ রানে কামিন্স আউট হতেই শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার যাবতীয় প্রতিরোধ ৷ পরের ওভারেই আউট হয়ে ফিরে যান ন্যাথান লিয়ঁও ৷ দু’ইনিংস মিলিয়ে ৯ উইকেট নিয়ে ম্যাচের সেরা স্বভাবতই জসপ্রীত বুমরাহ ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
১,২ নয়, গুণে গুণে ২২! এতগুলি বিড়ালের সঙ্গেই সংসার, রোজ কত খরচ হয় জানেন?
আরও দেখুন

এই জয়ের ফলে বিদেশের মাটিতে টেস্ট জয়ের নিরিখে সৌরভের রেকর্ড ছুঁয়ে ফেললেন বিরাট কোহলি ৷ নতুন বছরে সিডনি টেস্ট জিতে অস্ট্রেলিয়ার মাটিতে সেই অপূর্ণ টেস্ট সিরিজ জয়ের রেকর্ডও কি ছুঁতে পারবেন কোহলিরা ? উত্তর জানতে অপেক্ষা করতে হবে আর কয়েকটা দিন ৷

বাংলা খবর/ খবর/খেলা/
India vs Australia: মেলবোর্নে ২-১, বর্ডার গাভাস্কর ট্রফি দখলে রাখল ভারত