অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যমে একটি ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। ভারত সফরে আসার আগে সিডনিতে যে পিচে অনুশীলন করছে। সেখানে দেখা যাচ্ছে সিডনিতে অনুশীলনের জন্য সম্পূর্ণ স্পিন সহায়ক উইকেট তৈরি করা হয়েছে। সেই পিচে নানা জায়গায় কালো স্পট তৈরি করা হয়েছে। ভারতের উইকেট যে জায়গা থেকে অশ্বিন, জাদেজা, অক্ষর প্যাটেলরা বল স্পিন করিয়ে থাকে ঠিক সেইভাবেই তৈরি করা হয়েছে উইকেট।
advertisement
এছাড়া ভারত সফরের জন্য ঘোষিত দলে মোট ৪ জন প্রধান স্পিনার নেওয়া হয়েছে। যাতে ভারতের উইকেটে স্পিনার দিয়েই ভারতকে পাল্টা আক্রমণ করা যায়। স্পিন অ্যাটাকে দলকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ ন্যাথান লায়ন। এছাড়া রয়েছেন মিচেল সোয়েপসন, অ্যাস্টন অ্যাগার। প্রথমবার দলে সুযোগ পেয়েছেন তরুণ স্পিনার টড মারফিকে। এছাড়া দলে পার্টটাইম স্পিনার হিসেবে রয়েছেন ৩ ব্যাটার ট্রেভিস হেড, মার্নাস লাবুশানে ও স্টিভ স্মিথ।
আরও পড়ুনঃ Sachin Tendulkar: বিশ্বকাপ জয়ী ভারতীয় মহিলা দলকে শুভেচ্ছা জানাবেন সচিন তেন্ডুলকর
ভারত সফরে অস্ট্রেলিয়া দল- প্যাট কামিন্স (অধিনায়ক), স্টিভ স্মিথ (সহ অধিনায়ক), অ্যাস্টন আগার, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, পিটার হ্যান্ডসকম্ব, জস হেজেলউড, ট্রাভিস হেড, উসমান খোয়াজা, মার্নাস লাবুশেন, ন্যাথন লিঁয়, লান্স মরিস, টড মুরফি, ম্যাট রেনশো, মিচেল স্টার্ক, মিচেল সুইপসন এবং ডেভিড ওয়ার্নার।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের প্রথম ২ টেস্টের জন্য টিম ইন্ডিয়ার স্কোয়াড – রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ অধিনায়ক), শুভমন গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কোনা শ্রীকার ভরত (উইকেটকিপার), ঈশান কিষাণ (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, রবীন্দ্র জাডেজা, মহম্মদ সামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব, জয়দেব উনাদকট ও সূর্যকুমার যাদব।