TRENDING:

IND vs AUS: শেষ ভরসা রোহিত-রাহুল জুটি অথবা বৃষ্টি! গাব্বাতেও হারের ভ্রুকুটি ভারতের সামনে!

Last Updated:

India vs Australia: গাব্বায় প্রথম ইনিংসে ফের ব্যর্থ ভারতের টপ অর্ডার। বৃষ্টির জন্য খেলা দীর্ঘসময় বন্ধ না থাকলে হয়তো আরও খারাপ পরিস্থিতিও হতে পারত ভারতীয় দলের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ব্রিসবেন: অ্যাডিলেড টেস্ট যেখানে শেষ হয়েছিল, ঠিক সেখান থেকেই যেন ব্রিসবেন টেস্ট শুরু করেছে ভারতীয় দলের ব্যাটিং লাইন। গাব্বায় প্রথম ইনিংসে ফের ব্যর্থ ভারতের টপ অর্ডার। বৃষ্টির জন্য খেলা দীর্ঘসময় বন্ধ না থাকলে হয়তো আরও খারাপ পরিস্থিতিও হতে পারত ভারতীয় দলের। তৃতীয় দিনের শেষে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে করা ৪৪৫ রানের সামনে ভারতের স্কোর ৫১ রানে ৪ উইকেট।
News18
News18
advertisement

সোমবার অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হয় ৪৪৫ রানে। অজিদের হয়ে দ্বিতীয় দিনেই জোড়া শতরান করে শক্ত ভিত গড়ে দিয়েছিলেন ট্রেভিস হেড ও স্টিভ স্মিথ। তৃতীয় দিনে ৭০ রানের ইনিংস খেলেন অ্যালেক্স ক্যারে। তৃতীয় দিনের সকালেই প্রথম সেশনেই শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। ভারতের হয়ে বোলিংয়ে কার্যত একাই লড়াই করেন জসপ্রীত বুমরাহ। ৬ উইকেট নেন তিনি।

advertisement

পাহাড় প্রমাণ ৪৪৫ রান তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত ব্য়বধানে উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারতীয় দল। যশস্বী জয়সওয়াল ৪ রান করে প্রথম ওভারের দ্বিতীয় বলেই মিচেল স্টার্কের বলে আউট হন। তৃতীয় ওভারেই দ্বিতীয় উইকেট পড়ে ভারতের। এবার শুভমান গিলের শিকার করেন মিচেল স্টার্ক। ১ রান করে আউট হন তিনি। এরপর বিরাট কোহলি ক্রিজে আসেন। তবে পারথের ফর্মে পাওয়ার যায়নি তাঁকেও। বেশি সময় ক্রিজে দাঁড়াতে পারেননি বিরাট। ৩ রান করে জস হ্যাজেলউডের বলে আউট হন কোহলি।

advertisement

আরও পড়ুনঃ Bangladesh: বড় ধাক্কা খেল বাংলাদেশ, মুখ পুড়ল বাংলাদেশিদের! কী ঘটল? জানুন বিস্তারিত

সেরা ভিডিও

আরও দেখুন
কৃষিকাজে বিপ্লব ঘটাতে চাষিদের পাশে দুর্গাপুরের সিএমইআরআই কেন্দ্রীয় গবেষণাগারের বিজ্ঞানীরা
আরও দেখুন

এরপর কেএল রাহুল ও ঋষভ পন্থ কিছুটা লড়াইয়ের চেষ্টা করেন। তবে ঋষভ পন্থ আশা জাগিয়েও ব্যর্থ হন। প্যাট কামিন্সের বলে ব্যক্তিগত ৯ রানে আউট হন ঋষভ পন্থ। ৪৪ রানে ৪ উইকেট পড়ে ভারতের। এরপর বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে যায়। পড়ে বৃষ্টি থামলেও বেশি সময় খেলা হয়নি। ফের বৃষ্টি নামে। তারপর আম্পায়র তৃতীয় দিনের খেলা শেষ ঘোষণা করেন। প্রথম ইনিংসে এখনও পর্যন্ত কিছুটা লড়াই করেছেন কেএল রাহুল। কেএল রাহুল ৩৩ রানে অপরাজিত রয়েছেন। শূন্য রানে ক্রিজে রয়েছেন রোহিত শর্মা। চতুর্থ দিনে এই জুটির উপরই নির্ভর করবে ভারতের ভাগ্য।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
IND vs AUS: শেষ ভরসা রোহিত-রাহুল জুটি অথবা বৃষ্টি! গাব্বাতেও হারের ভ্রুকুটি ভারতের সামনে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল