সোমবার অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হয় ৪৪৫ রানে। অজিদের হয়ে দ্বিতীয় দিনেই জোড়া শতরান করে শক্ত ভিত গড়ে দিয়েছিলেন ট্রেভিস হেড ও স্টিভ স্মিথ। তৃতীয় দিনে ৭০ রানের ইনিংস খেলেন অ্যালেক্স ক্যারে। তৃতীয় দিনের সকালেই প্রথম সেশনেই শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। ভারতের হয়ে বোলিংয়ে কার্যত একাই লড়াই করেন জসপ্রীত বুমরাহ। ৬ উইকেট নেন তিনি।
advertisement
পাহাড় প্রমাণ ৪৪৫ রান তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত ব্য়বধানে উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারতীয় দল। যশস্বী জয়সওয়াল ৪ রান করে প্রথম ওভারের দ্বিতীয় বলেই মিচেল স্টার্কের বলে আউট হন। তৃতীয় ওভারেই দ্বিতীয় উইকেট পড়ে ভারতের। এবার শুভমান গিলের শিকার করেন মিচেল স্টার্ক। ১ রান করে আউট হন তিনি। এরপর বিরাট কোহলি ক্রিজে আসেন। তবে পারথের ফর্মে পাওয়ার যায়নি তাঁকেও। বেশি সময় ক্রিজে দাঁড়াতে পারেননি বিরাট। ৩ রান করে জস হ্যাজেলউডের বলে আউট হন কোহলি।
আরও পড়ুনঃ Bangladesh: বড় ধাক্কা খেল বাংলাদেশ, মুখ পুড়ল বাংলাদেশিদের! কী ঘটল? জানুন বিস্তারিত
এরপর কেএল রাহুল ও ঋষভ পন্থ কিছুটা লড়াইয়ের চেষ্টা করেন। তবে ঋষভ পন্থ আশা জাগিয়েও ব্যর্থ হন। প্যাট কামিন্সের বলে ব্যক্তিগত ৯ রানে আউট হন ঋষভ পন্থ। ৪৪ রানে ৪ উইকেট পড়ে ভারতের। এরপর বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে যায়। পড়ে বৃষ্টি থামলেও বেশি সময় খেলা হয়নি। ফের বৃষ্টি নামে। তারপর আম্পায়র তৃতীয় দিনের খেলা শেষ ঘোষণা করেন। প্রথম ইনিংসে এখনও পর্যন্ত কিছুটা লড়াই করেছেন কেএল রাহুল। কেএল রাহুল ৩৩ রানে অপরাজিত রয়েছেন। শূন্য রানে ক্রিজে রয়েছেন রোহিত শর্মা। চতুর্থ দিনে এই জুটির উপরই নির্ভর করবে ভারতের ভাগ্য।