রাজকোটে ওডিআইতে ভারতীয় দলে মোট ৬টি পরিবর্তন করা হয়েছে। ছুটি কাটিয়ে দলে ফিরেছেন অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজ। ভারতের পাশাপাশি অস্ট্রলিয়া দলেও মোট ৫টি পরিবর্তন করা হয়েছে। দলে ফিরেছেন অধিনায়ক প্যাট কামিন্স সহ মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল স্টার্ক ও তনবীর সাঙ্গা।
advertisement
এক ঝলকে দেখে নিন ভারতের প্রথম একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাহ, প্রসিদ্ধ কৃষ্ণা।
এক ঝলকে দেখে নিন অস্ট্রেলিয়ার একাদশ: ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভ স্মিভ, মারান্স লাবুশানে, অ্যালেক্স ক্যারে (উইকেটকিপার), গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, তনবীর সাঙা, জস হ্যাজেলউড।