TRENDING:

India vs Australia 2nd ODI: দুই দল মিলিয়ে একাধিক পরিবর্তন, টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার

Last Updated:

India vs Australia 2nd ODI: রবিবার একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। ইতিমধ্যেই ৩ ম্যাচের একদিনের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে ভারতীয় দল। এই ম্যাচ জিততে পারলে সিরিজ পকেটে পুরে ফেলবে ভারত। অপরদিকে, সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচ ডু অর ডাই অজিদের কাছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ইনদওর: ভারত-অস্ট্রেলিয়া ওডিআই সিরিজে প্রথম ম্যাচে সহজ জয় পেয়েছে টিম ইন্ডিয়া। ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্স করেছিল ভারতীয় দল। রবিবার ইনদওরে সিরিজের দ্বিতীয় ম্যাচ। এই ম্যাচ জিততে পারলে সিরিজ পকেটে পুরে ফেলবে ভারত। অপরদিকে, সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচ ডু অর ডাই অজিদের কাছে। দ্বিতীয় ম্যাচে খেলছেন না অস্ট্রোলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। সেই জায়গায় দলকে নেতৃত্ব দিচ্ছেন স্টিভ স্মিথ।
advertisement

দ্বিতীয় ম্যাচে টস ভাগ্য সাথ দিল না কেএল রাহুলের। ইনদওরের ব্যাটিং সহায়ক উইকেট টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন স্টিভ স্মিথ। পাটা ব্যাটিং উইকেট রাতে ব্যাটার জন্য আরও ভালো হয়ে যাবে। সেই কারণেই ভরতকে প্রথমে আমন্ত্রণ জানিয়েছে অজি অধিনায়ক। ভারতীয় দলে একটি মাত্র পরিবর্তন হয়েছে। জসপ্রীত বুমরাহকে বিশ্রাম দেওয়া হয়েছে। তার জায় সুযোগ পেয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণা। এছাড়া

advertisement

ভারতের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে টস জিতল অস্ট্রেলিয়া। টস জিতে অজি দলনায়ক স্টিভ স্মিথ শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান টিম ইন্ডিয়াকে। সুতরাং, ইন্দোরে রান তাড়া করবে অস্ট্রেলিয়া। ভারত অধিনায়ক লোকেশ রাহুল স্পষ্ট জানান যে, তিনিও টস জিতলে রান তাড়া করার সিদ্ধান্ত নিতেন। অস্ট্রেলিয়া দলে এসেছেন জস হ্যাজেলউড, স্পেনসার জনসন ও অ্যালেক্স ক্যারে।

advertisement

প্রসঙ্গত, ইন্দোরের বাইশ গজকে এককথায় পাটা পিচ বলে উল্লেখ করেছেন আকাশ চোপড়া। পিচ রিপোর্টে তিনি এও জানান যে, প্রথম ইনিংসে ৩৫০ থেকে ৩৭৫ রান উঠলেও অবাক হওয়ার কিছু থাকবে না। পিচে বোলারদের জন্য যে বিশেষ কোনও সুবিধা নেই, সেই বিষয়টায় কার্যত সিলমোহর দিয়ে দেন টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা। ফলে আজ হাইস্কোরিং ম্যাচ হওয়ার সম্ভাবনা বেশি।

advertisement

আরও পড়ুনঃ Asian Games 2023 Opening Ceremony: চোখ ধাঁধানো প্রযুক্তির ব্যবহার, এশিয়ান গেমসের উদ্বোধনে বিশ্বকে তাক লাগাল চিন, রইল সেরা ১০টি ছবি

ভারতের প্রথম একাদশ: শুভমান গিল, রুতুরাজ গায়কোয়াড়, শ্রেয়স আইয়র, কেএল রাহুল (অধিনায়ক), ইশান কিশান (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা (সহ অধিনায়ক), রবিচন্দ্রন অশ্বিন, শার্দুল ঠাকুর, প্রসিদ্ধ কৃষ্ণা, মহম্মদ শামি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অপেক্ষার অবসান, কনকনে শীতে শুরু হয়ে গেল এবছরের পৌষমেলা! প্রথম দিনেই রেকর্ড ভিড়
আরও দেখুন

অস্ট্রেলিয়ার প্রথম একাদশ: ডেভিড ওয়ার্নার, ম্যাট শর্ট, স্টিভ স্মিথ (অধিনায়ক), মার্নাস লাবুশানে, ক্যামেরন গ্রিন, জস ইংলিশ (উইকেটকিপার), অ্যালেক্স ক্যারে, সিন অ্যাবট, অ্যাডাম জাম্পা, স্পেনসার জনসন, জস হ্যাজেলউড।

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
India vs Australia 2nd ODI: দুই দল মিলিয়ে একাধিক পরিবর্তন, টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল