TRENDING:

IND vs AFG: শিবম দুবের বিধ্বংসী ব্যাটিং, আফগানদের বিরুদ্ধে সহজ পেল টিম ইন্ডিয়া

Last Updated:

India Beat Afghanistan in 1st T20: আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে ব্যাটে-বলে দুরন্ত টিম ইন্ডিয়া। ৩ ম্যাচের সিরিজে প্রথম ম্যাচে সহজ জয় পেল ভারত। ৬ উইকেট জয় পেল রোহিত শর্মার দল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মোহালি: আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে ব্যাটে-বলে দুরন্ত টিম ইন্ডিয়া। ৩ ম্যাচের সিরিজে প্রথম ম্যাচে সহজ জয় পেল ভারত। ৬ উইকেট জয় পেল রোহিত শর্মার দল। বল হাতে চমক দেওয়ার পর ব্যাটিংয়েও মারকাটারি ইনিংস খেলেন শিবম দুবে। তাঁর বিধ্বংসী ব্যাটিংয়ের সৌজন্যে ১৫ বল বাকি থাকতেই ১৫৯ রানের টার্গেট পূরণ করে ফেলে টিম ইন্ডিয়া।
advertisement

মোহালির ঠাণ্ডা আবহাওয়ায় রাতের ম্যাচে টস ভাগ্য সাথ দেয় ভারতের। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৮ রান করে আফগানিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ২৭ বলে ৪২ রানের ইনিংস খেলেন অভিজ্ঞ মহম্মদ নবি। এছাড়া আজমতুল্লাহ ওমরজাই ২৯, ইব্রাহিম জাদরান ২৫ ও রহমানউল্লাহ গুরবাজ ২৩ রান করেন। ভারতের হয়ে ২টি করে উইকেট নেন মুকেশ কুমার ও অক্ষর প্যাটেল। একটি উইকেট নেন শিবম দুবে।

advertisement

রান তাড়া করতে প্রথম ওভারেই শুভমান গিলের সঙ্গে ভুল বোঝাবুঝির কারণে খাতা না খুলেই রান আউট সাজঘরে ফেরেন রোহিত শর্মা। এরপর শুভমান গিল ২৩ ও তিলক বর্মা ২৬ রান করে আউট হন। ৭২ রানে ৩ উইকেট পড়ার দলের ইনিংসের রাশ ধরেন জিতেশ শর্মা ও শিবম দুবে। দুজনই মারকাটারি ব্যাটিং করেন। তাদের ঝোড়ো ব্যাটিংয়ের সামনে কোনও অস্ত্রই কাজ করেনি আফগানদের।

advertisement

আরও পড়ুনঃ T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপে ভারতীয় দল থেকে বাদ ৫ মহাতারকা! টিম ইন্ডিয়া দিতে পারে মহাচমক

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

৪৫ রানের পার্টনারশিপ করে দলের জয় নিশ্চিৎ করে দেন। অর্ধশতরান পূরণ করেন শিবম দুবে। ৩১ রান করে আউট হন জিতেশ শর্মা। শেষের দিকে ৯ বলে ১৬ রানের অপরাজিত ইনিংস খেলেন রিঙ্কু সিং। ৪০ বলে ৬০ রান করে অপরাজিত থাকেন শিবম দুবে। ১৭.৩ ওভারে জয়ের লক্ষ্যে পৌছে যায় টিম ইন্ডিয়া।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
IND vs AFG: শিবম দুবের বিধ্বংসী ব্যাটিং, আফগানদের বিরুদ্ধে সহজ পেল টিম ইন্ডিয়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল