TRENDING:

India Tour To Ireland 2022: আইপিএল শেষ হলেই একেবারে নতুন এক দেশে টি-২০ সিরিজ খেলতে যাবে টিম ইন্ডিয়া

Last Updated:

India Tour Of Ireland In 2022: একেবারে নতন দেশে যাবে রোহিত শর্মার দল। সেই দেশে চলতি বছরে বসবে ক্রিকেটের মেলা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্তান। চলতি বছর চারটি দেশ সিরিজ খেলতে যাবে আয়ারল্যান্ডে। এত বড় ক্রিকেট মরশুম পেয়ে দারুন খুশি তারা। একেবারে ক্রিকেট মেলা বসতে চলেছে সেখানে। ২ মাসেরও বেশি সময় ধরে ১৫টি ম্যাচ খেলার সুযোগ পাবে আয়ারল্যান্ড। তাও আবার বিশ্বের তাবড় ক্রিকেট খেলিয়ে দেশগুলির বিরুদ্ধে।
advertisement

২৬শে জুন থেকে শুরু হবে মরশুম। ক্রিকেট আয়ারল্যান্ড এক বিবৃতিতে জানিয়েছে, ২৬ জুন মালাহাইডে ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে হোম সিরিজের মরশুম শুরু করবে তারা। ২৮ জুন দ্বিতীয় তথা শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলা হবে। এর পর নিউজিল্যান্ড তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি খেলবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে। ১০ জুলাই মালহাডে প্রথম ওয়ানডে। ১২ ও ১৫ জুলাই পরের দুটি ওয়ান ডে ম্যাচ হবে।

advertisement

আরও পড়ুন- ২০১৮ তে পুলিশকে নিগ্রহ! জাদেজার স্ত্রী ও শাশুড়িকে চূড়ান্ত সমন পাঠাল কোর্ট

এর পর স্টরমন্টে ১৮ জুলাই নিউজিল্যান্ড বনাম আয়ারল্যান্ড প্রথম টি-২০। ২০ এবং ২২ জুলাই একউই ভেন্যুতে দ্বিতীয় এবং তৃতীয় টি-২০ ম্যাচ অনুষ্টিত হবে। এই সিরিজের পরই দক্ষিণ আফ্রিকা পৌঁছে যাবে সেখানে। দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা। ব্রিস্টলে ৩ ও ৫ অগস্ট সিরিজের দুটি টি-২০ ম্যাচ হবে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ খেলার পরই আফগানিস্তান সফরে যাবে আয়ারল্যান্ডে। তবে সেই সিরিজের সূচি এখনও জানানো হয়নি।

advertisement

আরও পড়ুন- পুষ্পা চ্যালেঞ্জে ভেসে ইরফান পাঠান, দেখে নিন ভাইরাল ভিডিও

advertisement

পর পর তিনটি দেশের বিরুদ্ধে সিরিজ খেলার সুযোগ পেয়ে দারুন খুশি আয়ারল্যান্ড। বিশ্বের প্রথম সারির দেশগুলির বিরুদ্ধে সিরিজ খেললে তাদের ক্রিকেট পরিকাঠামোর উন্নতি হতে পারে, এমনই মনে করছেন আয়ারল্যান্ডের ক্রিকেট কর্তারা। আয়ারল্যান্ড সফর ভারতীয় দলের কাছ নতুন অভিজ্ঞতা হতে পারে। আয়ারল্যান্ডের কাছেও এই সিরিজ যেন নতুন অভিজ্ঞতা নিয়ে আসবে। তবে পর পর সিরিজ মান বাড়তি চাপ। সেসব নিয়ে আয়ারল্যান্ড এখন ভাবছে না। বরং ঘরোয়া মরশুম নিয়ে তারা বেশি উত্তেজিত। ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ খেলতে অধীর আগ্রহে অপেক্ষা করছে তারা।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
India Tour To Ireland 2022: আইপিএল শেষ হলেই একেবারে নতুন এক দেশে টি-২০ সিরিজ খেলতে যাবে টিম ইন্ডিয়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল