এরপরে ক্রিজে করুণ নায়ার এলেও, অপর প্রান্তে অত্যন্ত ধীরস্থির দেখিয়েছে বছর ২৩-এর তরুণ যশস্বীকে। ওভালের পিচে ঠাণ্ডা মাথায় ব্যাট করে মাটি কামড়ে শতরান করলেন তরুণ ওপেনার। এই সিরিজে এই নিয়ে তাঁর দ্বিতীয় শতরান এটি। অন্যদিকে, এবারেও ভাল কিছু করে দেখাতে ব্যর্থ হলেন করুণ। অ্যাটকিনসনের বলে স্মিথের হাতে ক্যাচ জমা দিয়ে মাত্র ১৭ রান করে সাজঘরে ফেরেন তিনি।
advertisement
ক্রিজে একা উইকেট আগলে ছিলেন যশস্বী। অপরপ্রান্তে ক্রিজে আসেন রবীন্দ্র জাদেজা প্রথমে রানের গতি কিছুটা মন্থর হলেও ধীরে ধীরে নিজের চেনা ছন্দ খুঁজে পান জাদেজা। ১১৮ রানের মাথায় টাংয়ের বলে মারতে গিয়ে ওভারটনের হাতে ধরা দেন যশস্বী। শেষ হয় ওভালের পিচে তাঁর এক অনবদ্য ইনিংস। এরপরেই ক্রিজে আসেন ভারতের উইকেট রক্ষক ধ্রুব জুরেল। জাদেজার সঙ্গে জুটি বাঁধেন তিনি। চা বিরতিতে যাওয়ার আগে ভারতের স্কোর আপাতত ৬ উইকেট হারিয়ে ৩০৪। ক্রিজে রয়েছেন জুরেল (২৫) এবং জাদেজা (২৬) এই প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত ভারতের স্কোর ২৫৪/৫। ক্রিজে রয়েছেন যশস্বী ১১৫(১৪৬) এবং রবীন্দ্র জাদেজা ৮(১৫)। ২৮১ রানের লিডে ভারত।