অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের মতো একই ফর্ম্যাটে খেলা হয় অনূর্ধ্ব-২০ বিশ্বকাপও ৷ ২৪ টা দলই অংশগ্রহণ করে এই বিশ্বকাপে ৷ এর জন্য প্রয়োজন দেশের ৬টা শহরের স্টেডিয়াম ৷ সেটাও যখন আছে, তখন দেশের মাটিতে আরও একটা ফুটবল বিশ্বকাপ আয়োজন করলে সেটা এদেশের ফুটবলের প্রসারে অনেক কাজে আসবে বলেই মনে করছে এআইএফএফ ৷
advertisement
এব্যাপারে এআইএফএফ প্রেসিডেন্ট প্রফুল্ল পটেল বলেন, ‘‘ভারতে ফুটবলের প্রসার ঘটাতে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের পর অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ আয়োজন করাই হবে সঠিক পদক্ষেপ।বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্ট এদেশে আয়োজন করা গেলে ভারতের ফুটবলপ্রেমী জনতা খেলাটাকে আরও বেশি ভালবাসবে। অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ এ বছরেই দক্ষিণ কোরিয়ায় আয়োজিত হয়েছে। দু’বছর পর ২০১৯ সালে এই টুর্নামেন্ট ফের ভারতে আয়োজন করার জন্য ফিফার কাছে আবেদন জানাব আমরা।’’
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 05, 2017 9:03 AM IST