TRENDING:

ICC T20 World Cup 2022: শুরুতেই ফের সামনে পাকিস্তান, ঘোষিত টি ২০ বিশ্বকাপের সূচি, বদলা নিতে পারবেন কোহলিরা?

Last Updated:

সুপার ১২-তে দু'টি গ্রুপ থাকছে৷ প্রথম গ্রুপে আয়োজক দেশ অস্ট্রেলিয়ার সঙ্গে থাকছে নিউজিল্যান্ড, ইংল্যান্ড এবং আফগানিস্তান (ICC T20 World Cup 2022 Fixtures)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: গত বছরের মতোই এবারেও টি টোয়েন্টি (ICC T 20 World Cup 2022) বিশ্বকাপে পাকিস্তানের (India vs Pakistan) বিরুদ্ধে ম্যাচ দিয়েই অভিযান শুরু করবে ভারত৷ চলতি বছরের শেষ দিকে অস্ট্রেলিয়ায় টি টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন হওয়ার কথা৷ বৃহস্পতিবার টুর্নামেন্টের সূচি ঘোষণা করা হয়৷ ২২ অক্টোবর সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মুখোমুখি হবে নিউজিল্যান্ড৷
গত বছর বিশ্বকাপ হারের বদলা নিতে পারবেন কোহলিরা? Photo-AFP
গত বছর বিশ্বকাপ হারের বদলা নিতে পারবেন কোহলিরা? Photo-AFP
advertisement

ঘোষিত সূচি অনুযায়ী, ১৬ অক্টোবর থেকে টুর্নামেন্টের (T20WC 2022) প্রথম রাউন্ডের খেলা শুরু হবে৷ এই পর্বে আটটি দল সুপার ১২ স্টেজে জায়গা করে নেওয়ার জন্য লড়াই করবে৷ ১৩ নভেম্বর টুর্নামেন্টের ফাইনাল হবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে৷

আরও পড়ুন: ভেঙ্কটেশ আইয়ারকে কেন বোলিং দেওয়া হয়নি ? ব্যাখ্যা দিলেন শিখর ধাওয়ান

advertisement

সুপার ১২-তে দু'টি গ্রুপ থাকছে৷ প্রথম গ্রুপে আয়োজক দেশ অস্ট্রেলিয়ার সঙ্গে থাকছে নিউজিল্যান্ড, ইংল্যান্ড এবং আফগানিস্তান৷ যোগ্যতা অর্জন পর্বের গ্রুপ এ-এর চ্যাম্পিয়ন এবং গ্রুপ বি-র রানার্স দু'টি দল এই এই চার দেশের সঙ্গে যোগ দেবে৷

সুপার বারোর দ্বিতীয় গ্রুপে ভারতের সঙ্গে থাকবে পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশ৷ এ ছাডাও যোগ্যতা অর্জন পর্ব থেকে গ্রুপ বি-র চ্যাম্পিয়ন এবং গ্রুপ-এ থেকে রানার্স দল এই গ্রুপে আসবে৷

advertisement

যোগ্যতা অর্জন পর্বে খেলেই সুপার ১২-তে জায়গা করে নিতে হবে শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজকেও৷

advertisement

আরও পড়ুন: আইসিসির বর্ষসেরা টেস্ট দলে জায়গা পেলেন রোহিত, অশ্বিন, পন্থ ! বাদ বিরাট

সূচি অনুযায়ী, ২৩ অক্টোবর পাকিস্তানের মুখোমুখি হবে ভারত৷ ২৭ অক্টোবর বিরাট কোহলিদের প্রতিপক্ষ গ্রুপ এ-র রানার্স দল৷ ৩০ অক্টোবর দক্ষিণ আফ্রিকা, ২ নভেম্বর বাংলাদেশ এবং ৬ নভেম্বর গ্রুপ বি-র চ্যাম্পিয়ন দলের মুখোমুখি হবে ভারত৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এ যেন 'মেঘভাঙা' বৃষ্টি! হাসিমারায় পরিস্থিতি খারাপ, 'লাল চোখ' দেখাচ্ছে তোর্ষা
আরও দেখুন

সবমিলিয়ে মোট ১৬টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে৷ সবমিলিয়ে ৪৫টি ম্যাচ খেলা হবে৷ অ্যাডিলেড, ব্রিসবেন, গিলং, হোবার্ট, মেলবোর্ন, পার্থ এবং সিডনিতে খেলা হবে৷ টুর্নামেন্টের সেমিফাইনাল হবে ৯ এবং ১০ নভেম্বর৷

বাংলা খবর/ খবর/খেলা/
ICC T20 World Cup 2022: শুরুতেই ফের সামনে পাকিস্তান, ঘোষিত টি ২০ বিশ্বকাপের সূচি, বদলা নিতে পারবেন কোহলিরা?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল