TRENDING:

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিতে ভারতীয় মেয়েরা , স্বপ্ন দেখাচ্ছেন হরমনপ্রীত-মিতালিরা

Last Updated:

বিশ্বকাপের আরও কাছে ভারতের মেয়েরা ...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#প্রভিডেন্স: ফের এক সাত নম্বর জার্সিতে ভর দিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে ভারত ৷ এখনও গ্র‌ুপ পর্বে আরও একটি ম্যাচ বাকি রয়েছে ভারতের ৷ প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ৷ সেটা বাকি থাকতেই মিলে গেল শেষ চারের টিকিট ৷
advertisement

এর আগে নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিরুদ্ধে গ্রুপ বিতে দু‘টি ম্যাচেই জিতে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিযান শুরু করেছে  স্মৃতি মন্ধানা, মিতালি রাজদের টিম  ইন্ডিয়া ৷

শুক্রবার প্রভিডেন্সে আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলায় টসে জেতে আয়ারল্যান্ড ৷ ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠান তারা ৷ শুরুটা ধীরে হলেও মন্দ করেননি স্মৃতি ও  প্রাক্তন অধিনায়ক ৷ স্মৃতি মান্ধানা ৩৩ রানে আউট হয়ে গেলেও প্রাক্তন অধিনায়ক মিতালি রাজ অর্ধ শতরান করেন ৷ মিতালি এদিন ৫৬ বলে ৫১ রান করেন ৷ ২০ ওভারে ৬ উইকেটে ১৪৫ রান করেন ভারতীয় মহিলারা ৷ যদিও রান পাননি অধিনায়ক হরমনপ্রীত কৌর ৷ তিনি মাত্র ৭ রান করে প্যাভিলিয়নে ফেরত যান ৷

advertisement

ম্যাচ জিততে আয়ারল্যান্ডের সামনে লক্ষ্য ১৪৬ রানের ৷ এদিকে এখনও অবধি টুর্নামেন্টে ছন্দে থাকার ইঙ্গিত দিচ্ছেন মিতালি ৷ পাকিস্তানের বিরুদ্ধে দারুণ পারফরম্যান্সের পর এদিন আয়ারল্যান্ডের বিরুদ্ধে হাফ সেঞ্চুরি হাঁকালেন মিতালি ৷

এদিকে ধারভারে অনেকটা পিছিয়ে থাকা আয়ারল্যান্ড জয়ের লক্ষ্যে প্রথম থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে ৷ আইরিশ বাহিনীর হয়ে সর্বোচ্চ রান জয়সি-র ৷ ৩৩ রান করেন তিনি ৷

advertisement

আরও পড়ুন - ‘‘দীপবীরের’’ বিয়ের ছবি আসতেই শুভেচ্ছার ঢল, কারা করলেন উইশ আর কারা করলেন না জেনে নিন

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

ভারতের হয়ে সফলতম বোলার রাধা যাদব ৷ তিন উইকেট নেন ভারতের অষ্টাদশী এই অর্থডোক্স বোলার ৷ এছাড়া দীপ্তি শর্মা ২ টি উইকেট নেন ৷ ২০ ওভারে ৮ উইকেটে ৯৮ রান তুলেই থমকে যায় আয়ারল্যান্ড ৷ অর্ধশতরানের জন্য ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন মিতালি রাজ ৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিতে ভারতীয় মেয়েরা , স্বপ্ন দেখাচ্ছেন হরমনপ্রীত-মিতালিরা