TRENDING:

র‌্যাঙ্কিংয়ে শীর্ষেই ভারত ও অশ্বিন !

Last Updated:

প্রত্যাশামতোই আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে এক নম্বর স্থানটা ধরে রাখল ভারত ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দুবাই :   প্রত্যাশামতোই আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে এক নম্বর জায়গাটা ধরে রাখল ভারত ৷ চলতি বাংলাদেশ সফরে ইংল্যান্ডের যা ফর্ম, তাতে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের পরেও এই স্থান ধরে রাখার ব্যাপারে এখন আত্মবিশ্বাসী বিরাটরা ৷ শুধু ভারতই নয়, আইসিসি বোলারদের তালিকায় শীর্ষস্থান ধরে রাখতে সফল অফস্পিনার রবীচন্দ্রন অশ্বিনও ৷
advertisement

সোমবার প্রকাশিত আইসিসি-র সর্বশেষ র‌্যাঙ্কিং তালিকায় দেখা যাচ্ছে ১১৫ পয়েন্ট পেয়ে শীর্ষে রয়েছেন বিরাটরা ৷ ঘাড়ের কাছেই অবশ্য নিঃশ্বাস ফেলছে পাকিস্তান ৷ মাত্র ৪ পয়েন্টে ভারতের থেকে পিছিয়ে তারা ৷ দ্বিতীয় স্থানে থাকা মিসবাদের সংগ্রহ ১১১ পয়েন্ট ৷ তৃতীয় স্থানে অস্ট্রেলিয়া (১০৮)। নিউজিল্যান্ড সিরিজের দুর্দান্ত ফর্মের দৌলতে দ্বিতীয় দ্রুততম বোলার হিসাবে ২০০ উইকেটে পৌঁছনো অশ্বিন বোলারদের তালিকায় এক নম্বরের সঙ্গে অলরাউন্ডারদের তালিকাতেও এখন শীর্ষে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

টেস্টে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে সেরা র‌্যাঙ্কিং অবশ্য বিরাট নয়, অজিঙ্কা রাহানের ৷ ষষ্ঠ স্থানে রয়েছেন তিনি ৷ এক ধাপ করে উন্নতি করে চেতেশ্বর পূজারা (১৪) এবং বিরাট কোহলি রয়েছেন ১৬ তম স্থানে।

বাংলা খবর/ খবর/খেলা/
র‌্যাঙ্কিংয়ে শীর্ষেই ভারত ও অশ্বিন !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল