অস্ট্রেলিয়া : ২৯৬/৭ (৪৮.৫ ওভার)
৭ বল বাকি থাকতেই ৩ উইকেটে জয়ী অস্ট্রেলিয়া
#মেলবোর্ন: বিদেশে সিরিজ হারের বিষয়টা এখন প্রায় অভ্যাসে পরিণত করেছে টিম ইন্ডিয়া ৷ অস্ট্রেলিয়ার মাটিতে লড়াই যে কঠিন হবে, সেটা কারোরই অজানা ছিল না ৷ কিন্তু তা সত্ত্বেও টানা তিন ম্যাচ হেরে ধোনিদের যে সিরিজ খোয়াতে হবে, সেটা ভারতীয় সমর্থকদের কাছে মেনে নেওয়াটা যথেষ্ট কষ্টকর ৷ মেলবোর্নে রবিবার যেন আগের ম্যাচগুলিরই অ্যাকশন রিপ্লে দেখা গেল ৷ এদিন আগে ব্যাট করে ভারতীয় ব্যাটসম্যানরা হয়তো তিনশো রান স্কোরবোর্ডে তুলতে পারেনি ৷ কিন্তু এমসিজিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সর্বোচ্চ রান করল তারা ৷ রেকর্ড গড়ে যদিও বা কোনও লাভ হয়নি ৷ গ্লেন ম্যাক্সওয়েল (৯৬)-এর ব্যাটের উপর ভর করে হাসতে হাসতে ম্যাচ এবং সিরিজ জিতে নিল ক্যাঙারুরা ৷
advertisement
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে এদিনও সফল ভারতীয় ব্যাটসম্যানরা ৷ আগের দু’দিনের সেঞ্চুরিকারি ব্যাটসম্যান রোহিত শর্মা (৬) এদিন অবশ্য রান পাননি ৷ রান পেলেন আরেক ওপেনার শিখর ধাওয়ান (৬৮) ৷ তবে রবিবাসরীয় মেলবোর্ন ছিল পুরোপুরি বিরাটময় ৷ ১১৭ বলে ১১৭ রান করেন তিনি ৷ কেরিয়ারের এটি তাঁর ২৪তম সেঞ্চুরি ৷ রান পেয়েছেন রাহানেও (৫০) ৷ কিন্তু স্লগ ওভারে এসে ব্যাটসম্যানদের রান তোলার গতি এদিনও থমকে যায় ৷ ফলে তিনশোর গণ্ডী অতিক্রম করতে পারেনি মেন ইন ব্লু’রা ৷ গত ম্যাচগুলির তুলনায় এমসিজি-তে ভারতীয় বোলাররা কিছুটা প্রতিদ্বন্দ্বীতা গড়ে তুলতে পারলেও ম্যাচ জিততে বিশেষ সমস্যা হয়নি অস্ট্রেলিয়ার ৷ সিরিজের চতু্র্থ ম্যাচ আগামী ২০ জানুয়ারি ক্যানবেরায় ৷