পাঁচটি ম্যাচে তিনটি হেরেছে ভারত। জয় পেয়েছে দুটি। ইংল্যান্ডের কাছে হারলেও রানরেটের বিচারে কিছুটা সুবিধাজনক জায়গায় রয়েছে ভারতের মেয়েরা। এটাই বাংলাদেশের মেয়েদের প্রথম বিশ্বকাপ। তাই মঙ্গলবার তাদের বড় ব্যবধানে হারাতে পারলে মিতালি, পূজা, রিচাদের ঘরে শুধু দুটো পয়েন্ট আসবে না, রান রেট উন্নত হবে। তাই শুধু জয় নয়, বড় ব্যবধানে জয়ের লক্ষ্যে নামবে ভারতের মেয়েরা।
advertisement
এরপর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও জিতলে সেমিফাইনালের আশা করা যেতে পারে। বাংলাদেশ কিন্তু পাকিস্তানের মেয়েদের হারিয়ে চমক দিয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ ওভার পর্যন্ত লড়াই করে হেরেছে। অধিনায়ক নিগার সুলতানা ভারতকে ভয় পেতে রাজি নন। অভিজ্ঞতায় প্রতিবেশী দেশ এগিয়ে থাকলেও সুলতানা নিশ্চিত মাঠে একটা দল হিসেবে পারফর্ম করবে বাংলাদেশ।
তারা এই পর্যায়ে খেলার যোগ্য সেটা দেখাতে মরিয়া থাকবে দলের প্রত্যেকে। জাহানারা আলম অভিজ্ঞ ক্রিকেটার। রুমানা আহমেদ, ফারজানা হকদের মত প্রতিভাবান মহিলা খেলোয়াড় রয়েছে বাংলাদেশ দলে। তাই স্নেহ রানা, পূজা বস্ত্রকার, ইয়াস্টিকা ভাটিয়া, হরমনপ্রীত কউর বাংলাদেশকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন। তবে অধিনায়ক মিতালি রাজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে
অর্ধশতরান করেছিলেন।
প্রথম চারটি ম্যাচে ফ্লপ হওয়ার পর অধিনায়ক রানে ফেরায় কিছুটা স্বস্তি পাবে ভারত'। কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের বোলিং পারফরম্যান্স ছিল অত্যন্ত সাদামাটা। ঝুলন, মেঘনা, রাজেশ্বরী, স্নেহ রানারা লাইন এবং লেন্থ ঠিক রাখতে পারেননি। বাকি দুটো ম্যাচে এই ভুল হলে এবারের মতো বিশ্বকাপ অভিযান শেষ হতে পারে ভারতীয় মহিলা দলের।