TRENDING:

অলিম্পিকে সর্দার নয়, ভারতীয় হকি দলের অধিনায়ক শ্রীজেশ

Last Updated:

নজিরবিহীন সিদ্ধান্তে সর্দার সিং-এর বদলে শ্রীজেশকে অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে হকি ইন্ডিয়া।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: অলিম্পিকের ২৪ দিন আগে নতুন চমক ! ভারতীয় হকি দলের অধিনায়ক বদলের সিদ্ধান্ত নিলে হকি ইন্ডিয়া। নজিরবিহীন সিদ্ধান্তে সর্দার সিং-এর বদলে শ্রীজেশকে অধিনায়ক হিসেবে বেছে নিয়েছেন তাঁরা। শুধু পুরুষ হকি দলেরই নয়, বদল হয়েছে মহিলা হকির অধিনায়কও ৷ নতুন অধিনায়ক চানু।
advertisement

বিশ্বের অন্যতম সেরা গোলকিপারের কাঁধেই এখন তাই দেশকে হকিতে পদক এনে দেওয়ার গুরুদায়িত্ব। এদিন এক নজিরবিহীন সিদ্ধান্তে, রিও যাওয়ার আগে অধিনায়ক বদল করে ফেলল হকি ইন্ডিয়া। সর্দার সিং-কে ছেঁটে ফেলে ক্যাপ্টেন ব্যান্ড তুলে দেওয়া হল গোলকিপার পিআর শ্রীজেশের হাতে।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্দারকে ছাড়াই দুরন্ত খেলেছে ভারত। ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারলেও অল্টম্যানসের ছেলেরা মুগ্ধ করেছে বিশ্ব হকিকে। গত কয়েকদিন ধরেই নানা বিতর্কের মধ্যেই রয়েছেন সর্দার। এমনকী, কোচ-অধিনায়কের দূরত্বও ভাল চোখে দেখেনি হকি ইন্ডিয়া। বিশেষজ্ঞদের মতে, রিও থেকে পদক আনতে নতুনদের উপরেই ভরসা করছেন কর্তারা। তাই শ্রীজেশের সঙ্গী হিসেবে এসভি সুনীলকে দলের সহ-অধিনায়ক করা হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
অলিম্পিকে সর্দার নয়, ভারতীয় হকি দলের অধিনায়ক শ্রীজেশ