এই সাফল্যকে শুভেচ্ছা জানিয়ে ভারতের ফুটবল ফেডারেশনের সভাপতি প্রফুল্ল প্যাটেল বলেন, ‘‘এটা ভারতীয় ফুটবলের জন্য একটা বিরাট প্রাপ্তি। ১৭৩ থেকে আমাদের দ্বিতীয় সর্বোচ্চ র্যাঙ্কিংয়ে পৌঁছনো। অনেক শুভেচ্ছা ভারতীয় জাতীয় দলের ফুটবলারদের। কোচ ও সব সাপোর্ট স্টাফদের।’’ কোচ স্টিফেন কনস্ট্যানটাইন বলেন, ‘‘ আমি যখন দায়িত্ব নিয়েছিলাম তখনই পরিকল্পনা ছিল ভারতকে র্যাঙ্কিংয়ে ১০০-র নীচে নামিয়ে আনব ৷ আমি খুশি, সেই মতই এগোচ্ছে দল। ছেলেদের শুভেচ্ছা। তবে এটাই শেষ নয়। আরও অনেক কিছু পাওয়ার বাকি আছে।’’
advertisement
ফেডারেশনের সচিব কুশল দাস বলেন, ‘‘এটা ভারতীয় ফুটবলের জন্য একটা দারুণ খবর। সামনে এএফসি এশিয়ান কাপ। তার আগে এই উত্থান বাড়তি আত্মবিশ্বাস জোগাবে দলকে।’’
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 06, 2017 4:38 PM IST