২০২৫ সালের এশিয়া কাপ থেকে ভারত এবং বাংলাদেশের নো হ্যান্ডশেক বিতর্কের শুরু হয়। সেই টুর্নামেন্টে ভারত এবং পাকিস্তান একাধিক বার মুখোমুখি হলেও কেউই হাত মেলায়নি। এবার সেই বিতর্কের রেশ এসে পড়ল ছোটদের বিশ্বকাপের ভারত এবং বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচেও।
advertisement
ভারত এবং পাকিস্তানের নো হ্যান্ডশেকের কারণ হিসাবে পহেলগাঁওতে জঙ্গি হামলার ঘটনা তুলে ধরা হয়েছিল। তবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পাকিস্তানের মতো না হলেও সম্প্রতি বাংলাদেশিদের ভারতবিদ্বেষের জেরে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ায় দুই দেশের ক্রিকেটের সম্পর্ক নিয়ে তিক্ততা শুরু হয়। এর মধ্যে বাংলাদেশে তারপরে ভারত বাংলাদেশে সিরিজ খেলতে যাওয়ার বিষয় অনিশ্চয়তা তৈরি হয়।
বাংলাদেশের ঘনিষ্ঠতা ক্রমশ বাড়ছে পাকিস্তানের সঙ্গে, রাজনৈতিক ঘনিষ্ঠতার সঙ্গে বাংলাদেশ এবং পাকিস্তানের ক্রিকেটীয় সম্পর্কও ঘনিষ্ঠ হচ্ছে। পরে বাংলাদেশ জানিয়ে দেয় তারা ভারতে বিশ্বকাপ খেলতে আসবে, ম্যাচগুলি করতে হবে শ্রীলঙ্কাতে। সেই বিতর্ক এখনও মেটেনি, এর মধ্যেই অনূর্ধ্ব-১৯ টি২০ বিশ্বকাপে হাত মেলাল না ভারত এবং বাংলাদেশ।
