TRENDING:

গত ২১ বছরে সেরা ফিফা র‌্যাঙ্কিং ভারতের !

Last Updated:

এক লাফে র‌্যাঙ্কিংয়ে অনেকটাই উপরে উঠে গেল স্টিফেন কনস্টানটাইনের দল ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ধীরে ধীরে যেন সুদিন ফিরছে ভারতীয় ফুটবলের ৷ এক লাফে র‌্যাঙ্কিংয়ে অনেকটাই উপরে উঠে গেল স্টিফেন কনস্টানটাইনের দল ৷ গত মাসেই ১০১-এ ওঠার পর এবার আরও একধাপ উপরে উঠে সাম্প্রতিককালে নিজেদের সেরা র‌্যাঙ্কিং (১০০)-তে পৌঁছে গেল মেন ইন ব্লু’রা ৷ ভারতের এই উত্থানের পিছনে রয়েছে আফ্রিকার দেশ মালাউই-এর পতন ৷ তারা ৪২ ধাপ নীচে নেমে গিয়েছে ৷ যা সুনীল ছেত্রীদের জন্য আশীর্বাদ হিসেবেই ধরা হচ্ছে ৷ ২১ বছর পর ভারত নিজেদের সেরা ফিফা র‌্যাঙ্কিংয়ে পৌঁছে গেল। ভারতের সঙ্গে এই একই স্থানে এখন রয়েছে এস্তোনিয়া, লিথুয়ানিয়া ও নিকারাগুয়া।
advertisement

ভারতের মূল সমস্যা হল অত্যন্ত কম পরিমাণে আন্তর্জাতিক ম্যাচ খেলা ৷ এর জন্য অনেকসময়েই  র‌্যাঙ্কিং-এ অবনতি হয় ৷ অতীতে বহুবার এই বিষয়টা দেখা গিয়েছে ৷ যদিও গত মাসে একটাও ফিফা আন্তর্জাতিক ম্যাচ খেলেনি মেন ইন ব্লু’র ৷ তাতেও উন্নতি হয়েছে ফিফা র‌্যাঙ্কিং-এ ৷ এর আগে ভারতের সেরা র‌্যাঙ্কিং ছিল ১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে ৷ ভারত পৌঁছে গিয়েছিল ৯৬-এ ৷ এভাবে চলতে থাকলে নিজেদের সেই রেকর্ডকেও ছাপিয়ে যাওয়ার সম্ভাবনা এখন রয়েছে কনস্ট্যানটাইনের দলের ৷ সামনেই রয়েছে এশিয়ান কাপের কোয়ালিফায়ারের ম্যাচ ৷ সেখানে ভাল ফল করতে পারলেন নিঃসন্দেহে ফিফা র‌্যাঙ্কিং-এ আরও উন্নতি হবে ভারতের ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন
বাংলা খবর/ খবর/খেলা/
গত ২১ বছরে সেরা ফিফা র‌্যাঙ্কিং ভারতের !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল