TRENDING:

Independence Day 2023: সচিন-কোহলি থেকে রোহিত-যুবরাজ, স্বাধীনতা দিবসে শুভোচ্ছা জানালেন ভারতীয় ক্রিকেটাররা

Last Updated:

Independence Day 2023: ভারতের তারকা ক্রিকেটাররা স্বাধীনতা দিবসে দেশবাসীকে শুভেচ্ছে জানাতে সোশ্যাল মিডিয়াকে বেছে নিয়েছে। সচিন তেন্ডুলকর থেকে শুরু করে বিরাট কোহলি, রোহিত শর্মা শুভেচ্ছা জানিয়েছেন স্বাধীনতা দিবসের। শুভেচ্ছা জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ৭৭ তম স্বাধাীনতা দিবসের উৎসবে মেতেছে গোটা দেশ। চলছে নানা রকমের অনুষ্ঠান। সকালে লালকেল্লায় পতাকা উত্তোলন করে দেশের উদ্দেশ্যে নিজের বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশ ও দেশবাসীকে আরও উন্নতির রাস্তায় নিয়ে যেতে বলেছেন নিজের সংকল্পের কথা। ভারতের তারকা ক্রিকেটাররাও এই বিশেষ দিনে দেশবাসীকে শুভেচ্ছে জানাতে সোশ্যাল মিডিয়াকে বেছে নিয়েছে। সচিন তেন্ডুলকর থেকে শুরু করে বিরাট কোহলি, রোহিত শর্মা শুভেচ্ছা জানিয়েছেন স্বাধীনতা দিবসের। শুভেচ্ছা জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডও।
advertisement

সচিন তেন্ডুলকর ট্যুইটারে লেখেন,’আই লাভ মাই ইন্ডিয়া। সব ভারতীয়দের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। জয় হিন্দ।’ সঙ্গে ভারতীয় পতাকার একটি ইমোজিও শেয়ার করেন তিনি।

advertisement

ট্যুইটারে সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন বিরাট কোহলি। সঙ্গে শেয়ার করেছেন জাতীয় পতাকার ইমোজি। প্রাক্তন ভারত অধিনায়ক লিখেছেন,’সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। জয় হিন্দ।’

advertisement

ভারতীয় ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক রোহিত শর্মা ট্যুইটারে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন,’তেরঙার অর্থ ভাষায় প্রকাশ করা যায় না। সবাইকে শুভেচ্ছা জানাই স্বাধীনতা দিবসের।’

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা বর্তমানে বিজেপি সাংসদ গৌতম গম্ভীর সোশ্যাল মিডিয়ায় লেখেন,’প্রেমের কথা জানি না, তবে তোমার জন্য যেটা অনুভব করি সেটা অন্য কারও জন্য নয়।’

আরও এক প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিংও ভিডিও শেয়ার করে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। লিখেছেন,’তেরঙা সবসময় উঁচুতে থাকুক, এটাই কামনা। দেশের স্বাধীনতার জন্য যাঁরা প্রাণ দিয়েছিলেন তাঁদের স্মরণ করে সম্মান জানাই। জয় হিন্দ।’ সঙ্গে জাতীয় পতাকা ইমোজিও দিয়েছেন যুবি।

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

বাংলা খবর/ খবর/খেলা/
Independence Day 2023: সচিন-কোহলি থেকে রোহিত-যুবরাজ, স্বাধীনতা দিবসে শুভোচ্ছা জানালেন ভারতীয় ক্রিকেটাররা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল