বিশ্বকাপে (Women's world cup 2022) ভারত বনাম ইংল্যান্ড (Ind vs Eng) ম্যাচ ভারতীয় দলের টপ ও মিডল অর্ডার ইংল্যান্ড বোলিংয়ের সামনে তাসের ঘরের মতোই ভেঙে পড়ে৷ বিশ্বকাপে প্রায় প্রতি ম্যাচেই রান পেয়েছেন ভারতীয় ওপেনার স্মৃতি মন্ধানা৷ এদিনও তিনি রান পান৷ তিনি ৩৫ রান করেন৷
ফের ফ্লপ যস্তিকা ভাটিয়া, অধিনায়ক মিতালি রাজ এবং দীপ্তি শর্মা৷ এঁরা যথাক্রমে ৮,১ এবং ০ করে প্যাভিলিয়নে ফিরে যান৷ ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে শতরান করা হরমনপ্রীত কউর এদিন কিছু বিশেষ করতে পারেননি৷ তিনি আউট হয়ে যান ১৪ রানে৷ ব্যর্থ স্নেহ রানাও৷
advertisement
আরও পড়ুন - Horoscope 16 March: সব রাশির জাতক জাতিকার দেখে নিন আজকের রাশিফল
এদিকে রিচা ঘোষ ও এবারের মহিলা বিশ্বকাপের প্রথম ম্যাচের সুপার পারফরমার পূজা বস্ত্রকার হয়ত কিছু মিরাকেল করতে পারেন এমন আশায় যখন বুক বাঁধছিলেন ভারতীয় মহিলা দলের ফ্যানরা তখন পূজাও আউট হয়ে যান৷
আরও পড়ুন - Job Vacancy: ভারতীয় সেনাবাহিনীতে প্রচুর পদে ভ্যাকেন্সি, বেতন হতে পারে ১,৭৭,৫০০ টাকাও
ইংল্যান্ডের হয়ে চার্লি ডিন ৪, আন্যা স্রাবসোল ২ উইকেটের আগুনে বোলিং করেন৷ তাঁদের বোলিং দাপটেই কুঁকড়ে যায় ভারতের টপ ও মিডল অর্ডার৷
এদিন অবশ্য বাংলার রিচা ঘোষ এবং ঝুলন গোস্বামী জুটি বেঁধে ভারতীয় দলকে শতরানের গণ্ডি পেরোয় ভারতীয় দল৷ ৭১ রানে ৬ উইকেট হারানোর পর ৮৬ রানে ৭উইকেট হয়ে গিয়েছিল ভারতের৷ ভারত বনাম ইংল্যান্ড (Ind vs Eng) ম্যাচে এরপর তাদের পরের উইকেট হারায় ৷ ভারত অলআউট হয়ে যায় ৩৬.২ ওভারে ১৩৪ রানে৷ এদিন রিচা ঘোষ ৩৩ রান করে রানআউট হন৷ ঝুলন গোস্বামী ২০ রান করে আউট হন৷