TRENDING:

Virat Kohli's Duck: আবার একটা ‘শূন্য’, Ind vs WI সিরিজে বিরাট কোহলির পারফরম্যান্স নিয়ে উত্তাল ট্যুইটার

Last Updated:

ভারত বনাম ওয়েস্টইন্ডজ (Ind vs WI) তৃতীয় একদিনের ম্যাচে ২ বলে ০ রান (Virat Kohli's Duck) করে প্যাভিলয়নে ফিরতেই প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিকে নিয়ে ট্যুইটারে ঝড়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আহমেদাবাদ:  ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ  (Ind vs WI) সিরিজে বিরাট কোহলি (Virat Kohli) আর অধিনায়ক নন, তাও চাপমুক্ত হয়ে উঠতে পারলেন না৷ অধিনায়কত্বের চাপমুক্ত হয়েও তাঁর ঝুলিতে রান কই৷ ভারত বনাম ওয়েস্টইন্ডজ (Ind vs WI) তৃতীয় একদিনের ম্যাচে ২ বলে ০ রান (Virat Kohli's Duck) করে প্যাভিলয়নে ফিরতেই প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিকে নিয়ে ট্যুইটারে ঝড়৷ ৭১ টি আন্তর্জাতিক শতরানের মালিকের এই অবস্থা নিয়ে কেউই সমালোচনা করতে ছাড়ছেন না৷ ভারত ইতিমধ্যেই ওয়েস্টইন্ডিজের  (Ind vs WI) বিরুদ্ধে সিরিজ জিতে গেছে তাই এই অবস্থায় তৃতীয় একদিনের ম্যাচ খেলার সময় সেই চাপও ছিল না তবুও পারফর্ম করতে ব্যর্থ বিরাট কোহলি (Virat Kohli)৷
Ind vs WI: Virat Kohli's Duck in 3rd ODI Against West Indies Triggers Meme Fest on Twitter- Photo Courtesy- Twitter
Ind vs WI: Virat Kohli's Duck in 3rd ODI Against West Indies Triggers Meme Fest on Twitter- Photo Courtesy- Twitter
advertisement

অথচ তৃতীয় একদিনের ম্যাচে মাত্র ২টি বল খেলতে পারলেন প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli ৷ এদিকে এদিন অধিনায়ক রোহিত শর্মাও ব্যাট হাতে বড় কিছু করতে পারেননি৷ ১৩ রানে প্যাভিলিয়নে ফিরে যাওয়ার পর ব্যাট করতে নামেন বিরাট কোহলি৷ নিজের প্যাডে বল নিয়ে তিনি থার্ডম্যানেক দিকে যাওয়া বল থেকে রান পাবেন ভেবেছিলেন তার বদলে জোসেফের বলে শাই হোপের হাতে ধরা পড়েন তিনি (Virat Kohli's Duck)৷

advertisement

আরও পড়ুুন - IPL 2022: ‘একাধিকবার ভাবছি হাত কেটে ফেলব’-কেন উইলিয়ামসন, আইপিএল শুরুর আগে মাথায় হাত SRH-র

আর এরপরেই ট্যুইটারে ঝড় শুরু হয় প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিকে নিয়ে৷

advertisement

সাই হোপের হাতে তালুবন্দি হওয়ার সঙ্গে সঙ্গেই ওয়েস্টইন্ডিজ ক্যাম্প উচ্ছ্বাসে ফেটে পড়ে৷ বিরাট কোহলি দৃশ্যতই নিজের ওপর বিরক্ত, প্যাভিলিয়নে ফেরার সময়ে তাঁর বডি ল্যাঙ্গোয়েজেই সে কথা ধরা পড়ছিল৷ ফ্যানরা সমালোচনা করার পাশাপাশি অত্যন্ত আশঙ্কিত তাঁর ফর্ম নিয়ে৷

আরও পড়ুন - IPL 2022 Mega Auction: নিলামের মঞ্চে বড় ধামাকা দিতে তৈরি কেকেআর, টার্গেট এই প্লেয়াররা

সেরা ভিডিও

আরও দেখুন
অরণ্যের নাম গণপুর, কলকাতার খুব কাছে মাত্র ৫০ টাকা খরচে গভীর জঙ্গলে সঙ্গীকে নিয়ে ঘুরে আসুন!
আরও দেখুন

বিরাট কোহলি-র ফর্ম সাম্প্রতিককালে সত্যিই উষ্মার কারণ হয়েছে৷ গত কয়েক বছর ধরেই হঠাৎ করে পরেই চলেছে তাঁর ফর্ম৷ নভেম্বর ২০১৯-র পর আর শতরান নেই বিরাট কোহলির ব্যাট থেকে৷ বিশেষজ্ঞ থেকে ফ্যান সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছে কবে এই তারকা ব্যাটসম্যানের রান খরা খতম হবে আর তিনি আন্তর্জাতিক কেরিয়ারে নিজের ৭২ তম শতরান করে ফেলবেন৷

বাংলা খবর/ খবর/খেলা/
Virat Kohli's Duck: আবার একটা ‘শূন্য’, Ind vs WI সিরিজে বিরাট কোহলির পারফরম্যান্স নিয়ে উত্তাল ট্যুইটার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল