TRENDING:

Ind vs WI: রোহিত শর্মার কোমরে ব্যাথা, ভারত অধিনায়কের চোটের কি অবস্থা আপডেট দিল বোর্ড

Last Updated:

Ind vs WI: তৃতীয় ম্যাচে ভারতীয় ফ্যানদের জন্য একটা খারাপ খবর সামনে এসেছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বাসেতেরে: ভারতীয় দল ওয়েস্টইন্ডিজকে (IND vs WI ) ফের একবার ল্যাজে গোবরে হারিয়েছে৷ পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজের তৃতীয় মোকাবিলায় টি টোয়েন্টি ৭ উইকেটে জিতেছে৷ এইভাবে ভারত এই সিরিজে ২-১ এগিয়ে গেছে৷ কিন্তু এভাবে তৃতীয় ম্যাচে ভারতীয় ফ্যানদের জন্য একটা খারাপ খবর সামনে এসেছে৷
rohit sharma retires hurt with back spasm bcci gives injury update- Photo Courtesy- Twitter
rohit sharma retires hurt with back spasm bcci gives injury update- Photo Courtesy- Twitter
advertisement

রোহিত শর্মাকে মাঠে দেখেই বোঝা যাচ্ছিল কোমরে কোনও একটা অসুবিধা হচ্ছে৷  মাংসপেশিতে কোনও টান পড়েছে , রোহিত শর্মা নিজেও বুঝতে পারছিলেন অস্বস্তিটা বেশি রকমের হচ্ছে৷ মেডিক্যাল দলের সঙ্গে তাঁকে ডাগআউটে দেখা যায়৷ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড  (BCCI) ট্যুইট করে রোহিত শর্মার শারীরিক পরিস্থিতির আপডেট দিয়েছে৷

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের এই ট্যুইটে একেবারে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে ভারত অধিনায়কের চোট রয়েছে এবং বিসিসিআই পরিস্থিতির ওপর নজর রেখেছে৷ বিসিসিআইয়ের পোস্টে লেখা হয়েছে,  UPDATE: captain Rohit Sharma has a back spasm. The BCCI medical team is monitoring his progress. ‘‘অধিনায়ক রোহিত শর্মার পিঠের পেশিতে টান, বিসিসিআই মেডিক্যাল দল তাঁর পরিস্থিতির ওপর নজর রেখেছে৷

advertisement

আরও পড়ুন - ‘‘আমার জ্বলেনি আলো’’ এখানের সকলেই এই কথা বলেন, আছে হাই মাস্ট ল্যাম্প কিন্তু জ্বলেনা আলো

ম্যাচের পর অধিনায়ক রোহিত শর্মা নিজের চোটের বিষয়ে বিস্তারিত কোনও কথা বলেননি৷ তিনি বলেছেন, ‘‘ এখন ব্যাথা একটু ঠিক আছে৷ সিরিজের চতুর্থ ম্যাচে খেলার আগে অল্প একটু সময় আছে৷ এতে চোট ঠিক হয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে৷’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

উল্লেখ্য এই ম্যাচে ওয়েস্টইন্ডিজে টসে হেরে প্রথমে ব্যাটিং করে ১৬৪ রান করেছিল৷ কাইল মেয়ার্স তাঁদের ৭৩ রান করেন৷ জবাবে ব্যাট করে টিম ইন্ডিয়া ১৯ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যান৷ ওপেনিং করতে নেমে সূর্যকুমার যাদব ৪৪ বলে ৭৬ রানের ইনিংস খেলেন৷ তাঁকে প্লেয়ার অফ দ্য ম্যাচ বাছা হয়৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Ind vs WI: রোহিত শর্মার কোমরে ব্যাথা, ভারত অধিনায়কের চোটের কি অবস্থা আপডেট দিল বোর্ড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল