এদিকে রবিবাসরীয় ইডেন গার্ডেন্সে তৃতীয় টি টোয়েন্টি (T20) ম্যাচেও ভারত হারাল ওয়েস্টইন্ডিজকে৷ এদিন প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ১৮৪ রান করে৷ দলের হয়ে সর্বোচ্চ রান করেন সূর্যকুমার যাদব৷ ৩১ বলে ৬৫ রান করেন তিনি৷ তাঁর এদিনের ইনিংস সাজানো ১ টি চার ও ৭ টি ছয় দিয়ে৷ এদিকে এদিন ভারতের রান ঝড়ের গতিতে এগিয়ে নিয়ে যেতে সূর্যকুমার যাদবকে জোর সঙ্গত করেন ভেঙ্কটেশ আইয়ারকে৷ তিনি ১৯ বলে ৩৫ রানের দারুণ ইনিংস খেলেন৷
advertisement
আরও পড়ুন - Viral Video: ২ বছরের অপেক্ষার পর ছেলের সঙ্গে দেখা, ভাইরাল শিখর ধাওয়ানের ভিডিও
পরে বল হাতেও দারুণ সফল ভেঙ্কটেশ আইয়ারও৷ তিনি ২ ওভারে ২৩ রান দিয়ে ২ উইকেট নেন৷ এদিনে অবশ্য প্লেয়ার অফ দ্য ম্যাচ ও ম্যান অফ দ্য ম্যাচ দুটোই হয়েছেন সূর্যকুমার যাদব৷
আরও পড়ুন- Viral Photo: বলিউড থেকে সিরিয়াল, অভিনেত্রীরা নিজেরাই শেয়ার করেন স্নানের সাহসী ছবি
তরুণ প্লেয়ারদের ওপর তিনি আস্থা রাখবেন বলে সরাসরি বার্তা দিয়েছেন রোহিত শর্মা (Indian Captain Rohit Sharma)৷ এবার তিনি প্রমাণ করলেন তিনি দারুণভাবেই অধিনায়কত্বের ব্যাটন সামলাবেন৷
ক্রিকেট বিশেষজ্ঞদের মতে আগামী ২ বছরে রোহিত শর্মাকে অধিনায়ক হিসেবে ভারতীয় ক্রিকেটকে এক অন্য মাত্রায় পৌঁছে দেবেন৷