হসরঙ্গা ছাড়া মিস্ট্রি স্পিনার মহীশ তীক্ষণা সুযোগ পেয়ে গেছে৷ তাঁকে সুপার কিংস আইপিএল (IPL 2022) নিলামে ৭০ লক্ষ টাকায় কিনেছে৷ অন্যদিকে দুষ্যন্ত চমিরা এই দলে সুযোগ পেয়েছেন৷ আইপিএল নিলামে নতুন দল লখনউ সুপার জায়ন্টস ২ কোটি টাকায় কিনেছেন৷ আইপিএল ২০২২ এ নিলামে চার শ্রীলঙ্কা ক্রিকেটার ভারতের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে জায়গা পান৷
advertisement
টি টোয়েন্টি (T20) সিরিজের জন্য নির্বাচিত শ্রীলঙ্কা দল : দসুন শনাকা (অধিনায়ক), কুসল মেন্ডিজ, দিনেশ চান্দিমল, চরিথ আসালঙ্কা, পথুম নিসাঙ্কা, ধুনষ্কা গুণতিলকা, ওয়ানিদু হসরঙ্গা, চামিকা করুণারত্নে, কামিল মিশারা, জনথ লিয়ানাগে, লাহিরু কুমারা, দুষ্যন্ত চমিরা, মহীশ তীক্ষ্ণা, জেফ্রি বেন্ডরসে, প্রবীণ জয়াবিক্রমা, বিনুরা ফার্নান্ডো, শিরন ফার্নান্ডো, আশিয়ান ডেনিয়ল৷
আরও পড়ুন - Viral Photo: বলিউড থেকে সিরিয়াল, অভিনেত্রীরা নিজেরাই শেয়ার করেন স্নানের সাহসী ছবি
এদিকে এর আগে ভারতও - ভারত বনাম শ্রীলঙ্কা টি টোয়েন্টি সিরিজের জন্য নিজেদের দল ঘোষণা করেছে৷