TRENDING:

IND vs SL Asia Cup 2023 Final : পাঁচজন ক্রিকেটার, ভারতীয় ক্রিকেট আর্মির অ্যাটাক দেখবেন, হতে পারবেন কি গেমচেঞ্জার

Last Updated:

IND vs SL Asia Cup 2023 Final : রোহিত শর্মার নেতৃত্বাধীন দলই জিতেছিল, হয়েছিল এশিয়া সেরা৷ সেই রোহিতের নেতৃত্বেই রবিবার কি ফের ম্যাজিক দেখাতে পারবে টিম ইন্ডিয়া৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলম্বো: ২০১৮ -তে এশিয়া কাপ ফাইনালে রুদ্ধশ্বাস ম্যাচে বাংলাদেশকে হারিয়েছিল রোহিত শর্মার ভারত৷ রবিবার ফের একবার বড় মঞ্চে খেতাব জয়ের খরা কাটানোর হাতছানি ভারতের সামনে৷ টিম ইন্ডিয়া শেষ এশিয়া কাপ শিরোপা জিতেছিল ২০১৮ সালে৷  রোহিত শর্মার নেতৃত্বাধীন দলই জিতেছিল, হয়েছিল এশিয়া সেরা৷ সেই রোহিতের নেতৃত্বেই রবিবার কি ফের ম্যাজিক দেখাতে পারবে টিম ইন্ডিয়া৷
ভারত বনাম শ্রীলঙ্কা - Photo- AP
ভারত বনাম শ্রীলঙ্কা - Photo- AP
advertisement

এবারের এশিয়া কাপের সুপার ৪-র ম্যাচে  পাকিস্তানকে ২২৮ রানে হারিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে কম স্কোরিং ম্যাচ জিতে ভারত ফাইনালে উঠেছে। যদিও এশিয়ান জায়ান্টরা তাদের শেষ সুপার ফোরের নিয়মরক্ষার ম্যাচে বাংলাদেশের কাছে ৬ রানে হেরেছে।

আরও পড়ুন –  IND vs SL Asia Cup 2023 Final : বিভিন্ন সময়ে বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টি , ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচে কখন আসবে ভিলেন বৃষ্টি, রইল ওয়েদার আপডেট

advertisement

অন্যদিকে, শ্রীলঙ্কা ভার্চুয়াল সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে শেষ বলের থ্রিলার নাটক শেষে ম্যাচ জিতে ফাইনালের টিকিট পায়৷ তাদের শেষ ১৪টি ম্যাচের ১৩ টি জিতেছে, শ্রীলঙ্কা দল নিজেদের দেশের মাটিতে ভাল ফল  করার ব্যাপারে আত্মবিশ্বাসী ৷  বিশেষত আর প্রেমাদাসা স্টেডিয়ামে নিজেদের ঘরের মাঠে উপচে পড়া ফ্যানদের সামনে লড়াই করার বাড়তি রসদ পাবে৷

advertisement

রোহিত শর্মা ৫ অক্টোবর থেকে শুরু হওয়া ওডিআই বিশ্বকাপের আগে টিম ইন্ডিয়ার হয়ে শিরোপা জিততে চাইবেন। এশিয়া কাপ ২০২৩-র ফাইনাল ম্যাচ আজ ভারত ও শ্রীলঙ্কার মধ্যে খেলা হবে। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচে চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন বাঁহাতি স্পিনার অক্ষর প্যাটেল। তার জায়গায় জায়গা পেয়েছেন অফ স্পিনার ওয়াশিংটন সুন্দর।

advertisement

ভারতীয় দলের তুখোড়  অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা  ২ বার ওডিআই ফর্ম্যাটের এশিয়া কাপের ফাইনাল দলের সদস্য ছিলেন  এবং প্রতিবারই জিতেছেন। ২০১০  এবং ২০১৮  সালে এশিয়া কাপ জয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন জাদেজা।

রোহিত শর্মাও ২০১০ এবং ২০১৮ সালে দু-বার এশিয়া কাপ জয়ী দলে ছিলেন৷ ২০১৮-তে অধিনায়ক হিসেবে ছিলেন৷ বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহ এবং কুলদীপ যাদবও একবার করে  এশিয়া কাপ জয়ী দলের অন্তর্গত ছিলেন৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অর্থাৎ টিম ইন্ডিয়ার ৫ জন  ক্রিকেটার এমন রয়েছেন যাঁরা এশিয়া কাপের  চ্যাম্পিয়ন হওয়া দলের সদস্য ছিলেন৷ পাশাপাশি এই দলের সদস্যরা বিভিন্ন ফর্ম্যাটে ৭ টি খেতাব জিতেছিলেন৷

বাংলা খবর/ খবর/খেলা/
IND vs SL Asia Cup 2023 Final : পাঁচজন ক্রিকেটার, ভারতীয় ক্রিকেট আর্মির অ্যাটাক দেখবেন, হতে পারবেন কি গেমচেঞ্জার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল