TRENDING:

'কোহলির আগ্রাসী মেজাজের অভাব রয়েছে বর্তমান দলে'! গম্ভীরের দলের সমালোচনায় সরব প্রাক্তন তারকা

Last Updated:

IND vs SA 2nd Test: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গুয়াহাটি টেস্টে ভারতের ব্যাটিং বিপর্যয় ঘিরে নতুন করে প্রশ্ন উঠেছে দলের টেস্ট প্রস্তুতি ও মানসিকতা নিয়ে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গুয়াহাটি টেস্টে ভারতের ব্যাটিং বিপর্যয় ঘিরে নতুন করে প্রশ্ন উঠেছে দলের টেস্ট প্রস্তুতি ও মানসিকতা নিয়ে। কুলদীপ যাদব যে পিচকে আগেই ‘রোড’ বা ব্যাটিং-সহায়ক উইকেটের সঙ্গে তুলনা করেছিলেন, সেই একই ট্র্যাকে ভারতীয় ব্যাটাররা প্রথম ইনিংসে মাত্র ২০১ রানে অলআউট হয়ে যায়। দক্ষিণ আফ্রিকার ৬ ফুট ৮ ইঞ্চির পেসার মার্কো জানসেন একাই ভারতীয় ব্যাটিং লাইন-আপকে ধসিয়ে দেন। দ্বিতীয় দিনে ৯৩ রানের পর ব্যাট হাতে দাপট দেখানো জানসেন বল হাতে ৬/৪৮ তুলে নিয়ে ম্যাচের গতিপথ ঘুরিয়ে দেন।
News18
News18
advertisement

সাম্প্রতিক বছরগুলিতে ভারতের অস্থির পারফরম্যান্স এই ধসকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে। ২০২৪ সালে নিউ জিল্যান্ড সফরে হোয়াইটওয়াশের পর শুভমন গিলের নেতৃত্বে উইন্ডিজের বিরুদ্ধে ২–০ ব্যবধানে জয় দলকে স্বস্তি দিয়েছিল। তবে সেই ধারাবাহিকতা দীর্ঘস্থায়ী হয়নি। কলকাতায় বড় ব্যবধানে হার এবং গুয়াহাটিতেও কঠিন পরিস্থিতিতে পড়ে ভারত এখন দক্ষিণ আফ্রিকার কাছে আরেকটি হোম সিরিজ হারার আশঙ্কায়।

advertisement

এমন পরিস্থিতিতে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার শ্রীবৎস গোস্বামীর মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, বিরাট কোহলির উচিত ছিল ওডিআই থেকে সরে এসে আরও কিছুদিন টেস্ট ক্রিকেটে মনোযোগী থাকা। তাঁর মতে, কোহলির উপস্থিতি শুধু পারফরম্যান্স নয়, দলের আত্মবিশ্বাস ও লড়াইয়ের মানসিকতাকেও বাড়িয়ে দিত। কোহলির আগ্রাসী মনোভাবের অভাব এই দলে রয়েছে বলে জানান শ্রীবৎস। টেস্ট ক্রিকেটও আজ তাঁকে মিস করছে বলেই মন্তব্য করেন তিনি।

advertisement

আরও পড়ুনঃ IND vs SA: কেন টেস্টে এত খারাপ খেলছে ভারতীয় দল? আসল কারণ জানালেন অনিল কুম্বলে

সেরা ভিডিও

আরও দেখুন
মধু সংগ্রহে আর যেতে হচ্ছে না জঙ্গলে, সুন্দরবনে বিকল্প কর্মসংস্থানের নাম 'বনফুল'
আরও দেখুন

একজন সমর্থকের মন্তব্যের জবাবে গোস্বামী জানান, কোহলি হয়তো দলীয় পরিবেশের কারণে আগেই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলেন—যদিও এর উত্তর চিরদিনই ধোঁয়াশায় থেকে যাবে। ভারতীয় ক্রিকেটে পরিবর্তনের এই সন্ধিক্ষণে কোহলির টেস্টে অনুপস্থিতি এবং দলের ধারাবাহিক ব্যর্থতা এখন বড় আলোচনার বিষয় হয়ে উঠছে।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
'কোহলির আগ্রাসী মেজাজের অভাব রয়েছে বর্তমান দলে'! গম্ভীরের দলের সমালোচনায় সরব প্রাক্তন তারকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল