সাম্প্রতিক বছরগুলিতে ভারতের অস্থির পারফরম্যান্স এই ধসকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে। ২০২৪ সালে নিউ জিল্যান্ড সফরে হোয়াইটওয়াশের পর শুভমন গিলের নেতৃত্বে উইন্ডিজের বিরুদ্ধে ২–০ ব্যবধানে জয় দলকে স্বস্তি দিয়েছিল। তবে সেই ধারাবাহিকতা দীর্ঘস্থায়ী হয়নি। কলকাতায় বড় ব্যবধানে হার এবং গুয়াহাটিতেও কঠিন পরিস্থিতিতে পড়ে ভারত এখন দক্ষিণ আফ্রিকার কাছে আরেকটি হোম সিরিজ হারার আশঙ্কায়।
advertisement
এমন পরিস্থিতিতে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার শ্রীবৎস গোস্বামীর মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, বিরাট কোহলির উচিত ছিল ওডিআই থেকে সরে এসে আরও কিছুদিন টেস্ট ক্রিকেটে মনোযোগী থাকা। তাঁর মতে, কোহলির উপস্থিতি শুধু পারফরম্যান্স নয়, দলের আত্মবিশ্বাস ও লড়াইয়ের মানসিকতাকেও বাড়িয়ে দিত। কোহলির আগ্রাসী মনোভাবের অভাব এই দলে রয়েছে বলে জানান শ্রীবৎস। টেস্ট ক্রিকেটও আজ তাঁকে মিস করছে বলেই মন্তব্য করেন তিনি।
আরও পড়ুনঃ IND vs SA: কেন টেস্টে এত খারাপ খেলছে ভারতীয় দল? আসল কারণ জানালেন অনিল কুম্বলে
একজন সমর্থকের মন্তব্যের জবাবে গোস্বামী জানান, কোহলি হয়তো দলীয় পরিবেশের কারণে আগেই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলেন—যদিও এর উত্তর চিরদিনই ধোঁয়াশায় থেকে যাবে। ভারতীয় ক্রিকেটে পরিবর্তনের এই সন্ধিক্ষণে কোহলির টেস্টে অনুপস্থিতি এবং দলের ধারাবাহিক ব্যর্থতা এখন বড় আলোচনার বিষয় হয়ে উঠছে।
