TRENDING:

IND VS SA: ডি ককের লড়াই মাঠে মারা গেল! বরুণ মুড়িয়ে দিলেন প্রোটিয়া মিডল অর্ডার, ম্যাচ-সিরিজ দুইই সূর্যকুমারের ভারতের

Last Updated:

IND VS SA: ভারত ২০২৫ -র শেষে দারুণ খেলে ফেলল, ঘরের মাঠে টি টোয়েন্টি সিরিজ জিতে মাঠ ছাড়ল

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
IND vs SA: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা একদিনের সিরিজের পর টি টোয়েন্টি সিরিজও ভারত৷ এদিন ভারত দক্ষিণ আফ্রিকাকে জয়ের জন্য ২৩২ রানের টার্গেট দিয়েছিল৷ শুরুটা ভাল করলেও ফের একবার নিজেদের এই ম্যাচেও চোকার্স প্রমাণ করল দক্ষিণ আফ্রিকা৷  ২০ ওভারে  ৮ উইকেটে ২০১ রান করল তারা৷ ভারত ম্যাচ জিতল ৩০ রানে৷ আর পাঁচ ম্যাচের সিরিজ জিতল ৩-১ এ৷
ম্যাচ ও সিরিজ দুই জিতল ভারত
ম্যাচ ও সিরিজ দুই জিতল ভারত
advertisement

এদিন ২৩২ টার্গেট চেস করতে নেমে শুরুতে মেগা তাণ্ডব শুরু করে কুইন্টন ডি ককের ব্যাট৷ ভারতীয় বোলারদের ক্লাবস্তরে নামিয়ে এনে ব্যাপক মারতে শুরু করেন প্রোটিয়া ওপেনার৷ মাত্র ৩৫ বলে ৬৫ রান করেন তিনি৷ তাঁর ইনিংস সাজানো ছিল ৯ টি চার ও ৩ টি ছক্কা দিয়ে৷ উইকেটের চারদিকেই অবলীলায় শট নিচ্ছিলেন তিনি৷ তাঁর একার ব্যাটেই বিশাল টার্গেট তাড়া করে নেবে দক্ষিণ আফ্রিকা এমনটাই এক সময় ভাবছিলেন ভারতীয় ক্রিকেট ফ্যানরা৷

advertisement

এদিন দক্ষিণ আফ্রিকার ইনিংসে প্রথম আঘাত হানেন বরুণ চক্রবর্তী৷ তিনি প্রোটিয়া ওপেনার রেজা হেনরিক্সের উইকেটটি তুলে নেন৷ কিন্তু এরপর ব্রেভিসও , ডি ককের সঙ্গে তাণ্ডবে যোগ্য সঙ্গত দেন৷ ১৭ বলে ৩১ করেন তিনি৷ এরপর বরুণ চক্রবর্তীর ভয়ানক বোলিং স্পেলে হঠাৎই বদলে যায় ছবিটা৷ কুইন্টন ডি কক ৬৫ করে বুমরাহের শিকার৷ বরুণ চক্রবর্তী ৪ ওভারে ৫৩ রান দিয়ে ৪ উইকেট নেন৷ এদিনের ম্যাচে ভারতের হয়ে বুমরাহ ২ টি, হার্দিক পান্ডিয়া এবং অর্শদীপ সিং ১ টি করে উইকেট নেন৷ ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা ২০১ রানেই থমকে যায়৷

advertisement

আরও পড়ুন – Josh Inglis Betrays Preity Zinta: প্রীতি জিন্টাদের ধোঁকা ইংলিশের, মিথ্যা নাকি টাকা বাড়তে সত্যিই প্ল্যান বদল অজি তারকার, বিরক্ত বিসিসিআই নজর রাখছে

এদিকে এর আগে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা পঞ্চম টি টোয়েন্টি ম্যাচে ধামাকা দেখল আহমেদাবাদ৷ হার্দিক ও তিলক ভর্মার ব্যাটে ভর দিয়ে দক্ষিণ আফ্রিকার সামনে ২৩২ রানের টার্গেট দিল ভারত৷ এদিন টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় দক্ষিণ আফ্রিকা৷ এদিন ২০ ওভারে ৫ উইকেটে ২৩১ রান করে ভারত৷

advertisement

এদিন ধামাকা দিয়ে খেলা শুরু করে ভারত৷ সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মা জুটিতে হয় রানের ফোয়ারা৷ ২২ বলে ৩৭ রান করেন সঞ্জু৷ তাঁর ইনিংস সাজানো ছিল ৪ টি চার ও ২ টি ছয় দিয়ে৷ ২২ বলে ৩৭ রান করেন তিনি৷ ২১ বলে ৩৪ করেন অভিষেক শর্মা৷ তাঁর ইনিংসে ছিল ৬ টি চার ও ১ টি ছক্কা৷

advertisement

এরপর তিলক ভর্মার ইনিংস ভারতের পাহাড় প্রমাণ রানের ভিত গড়ে দেয়৷ ৪২ বলে ৭৩ রান করেন তিনি৷ তাঁর ইনিংসে রয়েছে ১০ টি চার ও ১ টি ছয়৷ ফের ফ্লপ অধিনায়ক সূর্যকুমার যাদব৷ ২৫ বলে ৬৩ করে ফের একবার জাত চেনালেন হার্দিক পান্ডিয়া৷ ৫ টা চার ও ৫ টা ছক্কা হাঁকানো পান্ডিয়া এদিন ভারতের হয়ে দ্বিতীয় দ্রুততম টি টোয়েন্টি অর্ধশতরান করলেন৷ শেষ সময়ে শিভম দুবে নেমে ৩ বলে ১০ রান করেন৷

সেরা ভিডিও

আরও দেখুন
একটা ফোন, বাড়িতে পৌঁছে যাবে খোদ বর্ধমানের বিখ্যাত সীতাভোগ! বড় উদ্যোগ মিষ্টি দোকানের
আরও দেখুন

এদিন দক্ষিণ আফ্রিকার হয়ে ক্রবিন বশ ২টি ও বার্টম্যান ও লিন্ডে একটি করে উইকেট পান৷

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
IND VS SA: ডি ককের লড়াই মাঠে মারা গেল! বরুণ মুড়িয়ে দিলেন প্রোটিয়া মিডল অর্ডার, ম্যাচ-সিরিজ দুইই সূর্যকুমারের ভারতের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল