এদিন ২৩২ টার্গেট চেস করতে নেমে শুরুতে মেগা তাণ্ডব শুরু করে কুইন্টন ডি ককের ব্যাট৷ ভারতীয় বোলারদের ক্লাবস্তরে নামিয়ে এনে ব্যাপক মারতে শুরু করেন প্রোটিয়া ওপেনার৷ মাত্র ৩৫ বলে ৬৫ রান করেন তিনি৷ তাঁর ইনিংস সাজানো ছিল ৯ টি চার ও ৩ টি ছক্কা দিয়ে৷ উইকেটের চারদিকেই অবলীলায় শট নিচ্ছিলেন তিনি৷ তাঁর একার ব্যাটেই বিশাল টার্গেট তাড়া করে নেবে দক্ষিণ আফ্রিকা এমনটাই এক সময় ভাবছিলেন ভারতীয় ক্রিকেট ফ্যানরা৷
advertisement
এদিন দক্ষিণ আফ্রিকার ইনিংসে প্রথম আঘাত হানেন বরুণ চক্রবর্তী৷ তিনি প্রোটিয়া ওপেনার রেজা হেনরিক্সের উইকেটটি তুলে নেন৷ কিন্তু এরপর ব্রেভিসও , ডি ককের সঙ্গে তাণ্ডবে যোগ্য সঙ্গত দেন৷ ১৭ বলে ৩১ করেন তিনি৷ এরপর বরুণ চক্রবর্তীর ভয়ানক বোলিং স্পেলে হঠাৎই বদলে যায় ছবিটা৷ কুইন্টন ডি কক ৬৫ করে বুমরাহের শিকার৷ বরুণ চক্রবর্তী ৪ ওভারে ৫৩ রান দিয়ে ৪ উইকেট নেন৷ এদিনের ম্যাচে ভারতের হয়ে বুমরাহ ২ টি, হার্দিক পান্ডিয়া এবং অর্শদীপ সিং ১ টি করে উইকেট নেন৷ ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা ২০১ রানেই থমকে যায়৷
এদিকে এর আগে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা পঞ্চম টি টোয়েন্টি ম্যাচে ধামাকা দেখল আহমেদাবাদ৷ হার্দিক ও তিলক ভর্মার ব্যাটে ভর দিয়ে দক্ষিণ আফ্রিকার সামনে ২৩২ রানের টার্গেট দিল ভারত৷ এদিন টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় দক্ষিণ আফ্রিকা৷ এদিন ২০ ওভারে ৫ উইকেটে ২৩১ রান করে ভারত৷
এদিন ধামাকা দিয়ে খেলা শুরু করে ভারত৷ সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মা জুটিতে হয় রানের ফোয়ারা৷ ২২ বলে ৩৭ রান করেন সঞ্জু৷ তাঁর ইনিংস সাজানো ছিল ৪ টি চার ও ২ টি ছয় দিয়ে৷ ২২ বলে ৩৭ রান করেন তিনি৷ ২১ বলে ৩৪ করেন অভিষেক শর্মা৷ তাঁর ইনিংসে ছিল ৬ টি চার ও ১ টি ছক্কা৷
এরপর তিলক ভর্মার ইনিংস ভারতের পাহাড় প্রমাণ রানের ভিত গড়ে দেয়৷ ৪২ বলে ৭৩ রান করেন তিনি৷ তাঁর ইনিংসে রয়েছে ১০ টি চার ও ১ টি ছয়৷ ফের ফ্লপ অধিনায়ক সূর্যকুমার যাদব৷ ২৫ বলে ৬৩ করে ফের একবার জাত চেনালেন হার্দিক পান্ডিয়া৷ ৫ টা চার ও ৫ টা ছক্কা হাঁকানো পান্ডিয়া এদিন ভারতের হয়ে দ্বিতীয় দ্রুততম টি টোয়েন্টি অর্ধশতরান করলেন৷ শেষ সময়ে শিভম দুবে নেমে ৩ বলে ১০ রান করেন৷
এদিন দক্ষিণ আফ্রিকার হয়ে ক্রবিন বশ ২টি ও বার্টম্যান ও লিন্ডে একটি করে উইকেট পান৷
