এই ম্যাচে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের নেতৃত্বে ছিলেন টেম্বা বাভুমা, যিনি মূল টেস্ট সিরিজেও দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। প্রথম ইনিংসে শূন্য রানে আউট হলেও দ্বিতীয় ইনিংসে তিনি দারুণভাবে ঘুরে দাঁড়ান। গুরুত্বপূর্ণ সময়ে অর্ধশতরান করে দলকে স্মরণীয় জয়ের পথে নিয়ে যান। তার এই পারফরম্যান্সে স্পষ্ট যে তিনি টেস্ট সিরিজের আগে দুর্দান্ত ফর্মে রয়েছেন।
advertisement
দক্ষিণ আফ্রিকা ‘এ’-এর এই জয়ে পাঁচজন ব্যাটার অর্ধশতরান করেন, যা ভারতের বোলারদের হতাশ করে দেয়। জর্ডান হারম্যান সর্বোচ্চ ৯১ রান করেন, লেসেগো সেনোকওয়ানে ও জুবায়ের হামজা ৭৭ করে অবদান রাখেন। অধিনায়ক বাভুমা ৫৯ রানে আউট হন এবং উইকেটকিপার কনার ৫৪ বলে অপরাজিত ৫২ রান করেন। তারা মাত্র ৯৮ ওভারে ৫ উইকেট হারিয়ে বিশাল লক্ষ্য তাড়া করে জয় নিশ্চিত করে।
আরও পড়ুনঃ IPL 2026 Mini Auction: কবে-কখন-কোথায় হবে আইপিএল ২০২৬-এর নিলাম? সামনে এল বড় আপডেট
অন্যদিকে, ভারতের বোলারদের পারফরম্যান্স ছিল হতাশাজনক। মহম্মদ সিরাজ ১৭ ওভারে ৫৩ রান দিয়ে একটি উইকেট নেন, আকাশ দীপ ১০৬ রান খরচ করে একটি উইকেট পান, আর প্রসিদ্ধ কৃষ্ণা দুইটি উইকেট নেন। কুলদীপ যাদব কোনো উইকেট না পেলেও ৮১ রান দেন। এই পারফরম্যান্স ভারতের টেস্ট দলকে ভাবিয়ে তুলেছে, বিশেষ করে দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের বিপক্ষে বোলিং পরিকল্পনা নিয়ে।
