TRENDING:

Gautam Gambhir : যাঁদের বাদ দিতে চেয়েছিলেন গম্ভীর, আজ সেই দু'জন তাঁর চাকরি বাঁচানোর ভরসা! 'সময়ের খেলা' একেই বলে!

Last Updated:

Ind vs Sa ODI : টিম ইন্ডিয়ায় গম্ভীর সংকট! গৌতম গম্ভীরকে অক্সিজেন দিচ্ছেন রোহিত শর্মা আর বিরাট কোহলি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রাঁচি : টিম ইন্ডিয়ায় গম্ভীর সংকট! গৌতম গম্ভীরকে অক্সিজেন দিচ্ছেন রোহিত-বিরাট?
News18
News18
advertisement

এক মাস আগেও যে দুই ক্রিকেটারের অবসর জল্পনা তৈরি হয়েছিল, টেস্টে বিপর্যয়ের পর তা সম্পূর্ণ উধাও। উল্টে গম্ভীরকে অক্সিজেন দিচ্ছেন রো-কো জুটি। সাংবাদিক সম্মেলনে নয়া অধিনায়ক রাহুল বলে গেলেন, রোহিত এবং বিরাটের অভিজ্ঞতা দলের প্রয়োজন। তাঁরা দুজনেই দলের ভরসার জুটি।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজের পর রোহিত, বিরাটের বিজয় হাজারে ট্রফি খেলার কথা উঠলেও এখন তা উধাও। সপ্তাহখানেক আগে খবর ছিল, রোহিত-বিরাটের ভবিষ্যৎ নিয়ে বিসিসিআই আলোচনা করতে পারে টিম ম্যানেজমেন্টের সঙ্গে। তাঁদের থেকে জানতে যাওয়া হবে, কী পরিকল্পনা করছেন তাঁরা! তার পর চূড়ান্তভাবে তৈরি হবে পরবর্তী বিশ্বকাপের রূপরেখা।

advertisement

এদিকে টেস্ট সিরিজে ভারতীয় দল মুখ থুবড়ে পড়ার পর সব অঙ্ক কার্যত পাল্টে গেছে। এর আগে চালকের আসনে থাকা গম্ভীর আজ অনেকটা ব্যাক ফুটে। আর এই অবস্থা থেকে তাঁকে বাঁচাতে পারেন দুজনই। রোহিত এবং বিরাট। ধোনির শহরে এই দুজনকে দেখার জন্য উন্মাদনা। ম্যাচের আগের দিন এই দুজন অনুশীলন না করলেও দলের আগে রাঁচিতে দুজন পৌঁছে নিজেদের প্রস্তুত করে নিয়েছেন।

advertisement

তাঁরাও জানেন, ভারতের গম্ভীর সংকটে পরিত্রাতা হতে পারেন তাঁরাই। পাশাপাশি একদিনের সিরিজের প্রথম ম্যাচে ভারতের প্রথম একাদশে ঋতুরাজ খেলবেন বলে খবর। শ্রেয়াস না থাকায় ৪ নম্বর জায়গাটায় তিনি খেলবেন। অন্যদিকে, উইকেটকিপার হিসেবে অধিনায়ক রাহুলই থাকবেন বলে খবর। টেস্টে খারাপ পারফর্ম করা ঋষভ প্রথম একাদশে জায়গা পাবেন না।

advertisement

ওপেনিংয়ে রোহিতের সঙ্গে যশস্বী। তিন নম্বরে বিরাট কোহলি। ৬ নম্বরে ব্যাট করবেন রাহুল। অলরাউন্ডার হিসেবে খেলবেন নীতিশ কুমার রেড্ডি। ইতিমধ্যেই বিরাট-রোহিতকে অনুশীলনে সবথেকে বেশি হাসি খুশি দেখা গেছে। আসলে দেওয়াল লিখনটা যে পাল্টে গেছে, সেটা নিজেরাও বুঝেছেন হয়তো।

আরও পড়ুন- পুলিশের দ্বারস্থ ডোনা গঙ্গোপাধ্যায়, কার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন সৌরভ পত্নী?

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

তিন স্পিনার হিসেবে খেলবেন কুলদীপ, জাড্ডু, ওয়াশিংটন। দুজন ফাস্ট বোলার হার্ষিত রানা ও অর্শদীপ। রাঁচিতে ডিউ ফ্যাক্টর। তবে উইকেট নিয়ে বেশি চিন্তিত নন রাহুল। পাশাপাশি নিজের অধিনায়ক হিসেবে দায়িত্ব পাওয়ায় রাহুল বলেন , চ্যালেঞ্জ এবং দায়িত্ব সব সময় আমি উপভোগ করি।

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Gautam Gambhir : যাঁদের বাদ দিতে চেয়েছিলেন গম্ভীর, আজ সেই দু'জন তাঁর চাকরি বাঁচানোর ভরসা! 'সময়ের খেলা' একেই বলে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল