TRENDING:

Ishan Porel: নির্বাচকদের নজরে ঈশান পোড়েল, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় একদিনের দলে সুযোগ পেতে পারেন বাংলার পেসার

Last Updated:

Ishan Porel may get chance in Indian Team: বোর্ডের অন্দরে খবর, সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় কানেও পৌঁছেছে ঈশান পোড়েলের ভালো বোলিং পারফরম্যান্সের খবর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: জাতীয় নির্বাচকদের নজরে বাংলার পেসার ঈশান পোড়েল। ভারতীয় ‘এ’ দলের হয়ে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স চন্দননগরের ঈশানের (Ishan Porel)।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ঈশান পোড়েল
সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ঈশান পোড়েল
advertisement

দুটি ম্যাচ খেলে ছটি উইকেট পেয়েছেন। ইকোনমি রেট ৩-এর কম- ২.৭৪। প্রথম ম্যাচে সুযোগ না পেলেও বাকি দুটি চারদিনের ম্যাচে খেলেছেন ঈশান পোড়েল। দ্বিতীয় ম্যাচে দুটি ইনিংসে তিনটি তিনটি করে উইকেট নেন তিনি। তৃতীয় ম্যাচে দুটো ইনিংসে কোনও উইকেট না পেলেও সবথেকে কৃপণ বোলিং করেন বাংলার ফাস্ট বোলার।

আরও পড়ুন-ফেব্রুয়ারি মাসে আইপিএলের মেগা নিলামের আসর, ২০২২ আইপিএল ভারতে হওয়ার সম্ভাবনা উজ্জ্বল

advertisement

দক্ষিণ আফ্রিকায় ঈশান পোড়েল দুটি ম্যাচে চারটি ইনিংসে ৫৮.২ ওভার বোলিং করেছেন। ১৫টি মেডেন দিয়ে মাত্র ১৬০ রান খরচ করেছেন। ভারতীয় বোর্ড সূত্রে খবর, ঈশান পোড়েলের পারফরম্যান্সে খুশি হয়েছেন নির্বাচকরা। রাহুল দ্রাবিড়ও ঈশানের পারফরম্যান্সে মুগ্ধ। বোর্ডের অন্দরে খবর, সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের কানেও পৌঁছেছে ঈশান পোড়েলের ভালো বোলিং পারফরম্যান্সের খবর। এমনকি শোনা যাচ্ছে, আগামী দু'মাসের মধ্যে ভারতীয় সিনিয়র দলে ডাক পেতে পারেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের এই সদস্য।

advertisement

আসন্ন দক্ষিণ আফ্রিকা বিরুদ্ধে একদিনের দলে ঈশান ঢুকে পড়লে খুব একটা অবাক হওয়ার কিছু থাকবে না। যার সম্ভাবনা খুবই উজ্জ্বল। ইতিমধ্যেই দক্ষিণ আফ্রিকায় সফল হয়েছেন তিনি। ভারতীয়দের মধ্যে নবদীপ সাইনির পর তিনিই সফল বোলার। তবে শেষ পর্যন্ত সেখানে না থাকলেও দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ভারতীয় দলে জায়গা পেতে পারেন ডানহাতি এই বোলার।

advertisement

ঈশান পোড়েল

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন ঈশান পোড়েল। রাহুল দ্রাবিড়ের সঙ্গে অতীতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। বিশ্বকাপজয়ী দলের কোচ ছিলেন দ্রাবিড়। ঈশানকে কিভাবে ব্যবহার করতে হবে সব থেকে ভালো জানেন দ্রাবিড়। ইতিমধ্যেই দক্ষিণ আফ্রিকা সফর শেষ করে ভারতে ফিরে এসেছেন ঈশান পোড়েল। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সফল হয়েছিলেন ঈশান পোড়েল। চোটের কারণে প্রথম দিকে বেশ কয়েকটি ম্যাচ খেলতে না পারলেও নকআউট পর্যায় ভারতকে সাফল্য এনে দেন।

advertisement

আরও পড়ুন-ভারতীয় টেস্ট দলের অধিনায়কত্ব থেকেও সরতে পারেন বিরাট ? দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে ব্যর্থ হলে সত্যি হতে পারে জল্পনা

বিশ্বকাপের পর চোট তাঁকে আবার ব্যাকফুটে ঠেলে দেয়। আইপিএলে পঞ্জাব দলে দুই মরশুম কাটিয়ে মাত্র একটি ম্যাচ খেলেছেন এখন পর্যন্ত। বাংলার হয়ে সফল তিনি। দু'বছর আগে রঞ্জি ফাইনালে বাংলাকে তোলার অন্যতম কারিগর ছিলেন ঈশান পোড়েল। সবমিলিয়ে চন্দননগরের এই ক্রিকেটারের ভারতীয় দলে রাহুল দ্রাবিড় সংসারে ঢুকে পড়া কার্যত সময়ের অপেক্ষা।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ঈরণ রায় বর্মন

বাংলা খবর/ খবর/খেলা/
Ishan Porel: নির্বাচকদের নজরে ঈশান পোড়েল, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় একদিনের দলে সুযোগ পেতে পারেন বাংলার পেসার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল