TRENDING:

IND vs SA: সঞ্জু- তিলকের সুপার ইনিংসের পর বল হাতে কামাল অর্শদীপ-বরুণ, হার্দিকদের, হেলায় হারিয়ে সিরিজ জয় ভারতের

Last Updated:

IND vs SA: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজে ৩-০ হোয়াইট ওয়াশ খাওয়া ভারতের মনোবল ফের চাঙ্গা, বিদেশের মাঠে সিরিজ জয় সূর্যকুমারের নেতৃত্বে থাকা তরুণ তু্র্কিদের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
IND vs SA: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি টোয়েন্টি সিরিজের চতুর্থ টি টোয়েন্টি ম্যাচে সঞ্জু স্যামসন ও তিলক ভর্মার ব্যাটে রানের তুফান তুলে বিশাল ২৮৩ রান করার পর বল হাতেও দক্ষিণ আফ্রিকার ব্যাটস্যম্যানদের লড়াইতেই ফিরতেই দিলেন না টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা৷ এদিন ১৮.২ ওভারে ১৪৮ রানে অল আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা৷ ভারত ১৩৫ রানে জিতে যায় চতুর্থ টি টোয়েন্টি ম্যাচ৷
দক্ষিণ আফ্রিকাকে হেলায় হারিয়ে সিরিজ জয় ভারতের Photo- AP
দক্ষিণ আফ্রিকাকে হেলায় হারিয়ে সিরিজ জয় ভারতের Photo- AP
advertisement

এদিন ভারতের হয়ে অর্শদীপ ৩ উইকেট এবং অক্ষর প্যাটেল- বরুণ চক্রবর্তী ২ উইকেট নেন৷ হার্দিক,রমনদীপ, রবি বিষ্ণোই ১ টি করে উইকেট নেন৷

এদিন ১ রানের মধ্যেই দুই প্রোটিয়াস ওপেনারকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে দেন ভারতীয় বোলাররা৷ অর্শদীপ সিং প্রথম উইকেট নেন আউট করেন রেজা হেন্ডরিক্সকে৷ অন্যদিকে রায়ান রিকেলটনকে আউট করেন হার্দিক পান্ডিয়া৷

advertisement

এরপরে তৃতীয় উইকেট পড়ে ১০ রানে৷ সে এডিয়েন মার্করম অর্শদীপের বোলিংয়ের শিকার৷ হেনরিক ক্লাসেনকেও ০ রানে প্যাভিলিয়নের রাস্তা দেখান অর্শদীপই৷ ট্রাইস্টেন স্টাবস ও ডেভিড মিলার জুটিতে খানিকটা রান হলেও কিন্তু তা দক্ষিণ আফ্রিকাকে ম্যাচে ফেরানোর জন্য যথেষ্ট ছিল না৷

স্টাবস ২৯ বলে ৪৩ রান করে আউট হন রবি বিষ্ণোই-র বলে, অন্যদিকে ডেভিড মিলার ২৭ বলে ৩৬ রান করে বরুণ চক্রবর্তীর শিকার৷ এই দুই ক্রিকেটার ছাড়া বাকি সকলেই শুধু আয়ারাম ও গয়ারাম৷

advertisement

আরও পড়ুন – How India Scored So Much Run: রান উঠল হুড়মুড় করে, কী করে এত সহজে রান লুটলেন তিলক-সঞ্জু, হল পাঁচটি রেকর্ড

এদিকে এর আগে এমনিতেই তৃতীয় টি টোয়েন্টি জিতে ২-১ সিরিজে এগিয়ে সূর্যকুমার যাদবের ছেলেরা৷ এটি দ্বিতীয় উইকেট জুটিতে ২০০ রানের বেশির পার্টনারশিপ করলেন সঞ্জু স্যামসন ও তিলক ভর্মা৷

advertisement

এদিন ভারত পাঁচটি রেকর্ড গড়ে৷ জোহনেসবার্গের মাঠে সর্বোচ্চ টি টোয়েন্টি রান করল তারা৷ দ্বিতীয় উইকেটে সর্বোচ্চ রানের পার্টনারশিপ৷

এই প্রথম টি টোয়েন্টি দুজন ক্রিকেটার একই দলের দুজন ক্রিকেটার শতরান করলেন প্রথমবার৷ ভারত দ্রুততম দ্বি শতরান করার রেকর্ড করল৷

এটা বিদেশের মাটিতে টি টোয়েন্টিতে ভারতীয় দলের সবচেয়ে বড় স্কোর হল৷ যা ২৮৩ ৷

advertisement

এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন সূর্যকুমার যাদব৷ তাঁর ব্যাটররা এদিন সব অর্থেই অধিনায়কের মান রাখেন৷ অভিষেক শর্মা এদিন ১৮ বলে ৩৬ রান করেন৷ তাঁর ইনিংস সাজানো ছিল ২ টি চার ও ৪ টি ছক্কা দিয়ে৷ তাঁর আউট হওয়ার পর তিলক ভর্মা ওপেনার সঞ্জু স্যামসনের সঙ্গে ক্রিজে কার্যত আগুন ধরিয়ে দেন৷

তুখোড় প্রোটিয়া বোলিং আক্রমণ এবং দুরন্ত ফিল্ডিং সব কিছুকেই পাড়ার ক্রিকেট স্তরে নামিয়ে এনে ধামাকা রানের প্রদর্শন করেন দুই তরুণ৷ এদিন সঞ্জু স্যামসন প্রথমে এবং তার কয়েক মিনিটের মধ্যেই তিলক ভর্মা শতরান করে ফেলেন৷

এই জোড়া শতরানে ভর দিয়ে ২০ ওভারে ১ উইকেট হারিয়ে ২৮৩ রান করে ভারত৷ এদিন ভারত যেভাবে খেলছিল এক সময়ে মনে হচ্ছিল হয়ত টি টোয়েন্টির সর্বোচ্চ রানের নতুন রেকর্ড নিজেদের নামে করে নেবে৷ তবে সেটা না হলেও জোহানেসবার্গে কোনও দলের করা সর্বোচ্চ রান হল৷

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

৫৬ বলে ১০৯ রান করে অপরাজিত থাকেন সঞ্জু স্যামসন৷ তাঁর ইনিংস সাজানো ছিল অন্যদিকে তিলক ভর্মা অপরাজিত থাকেন ১২০ রানে৷ তাঁর ইনিংস সাজানো ৯ টি চার ও ১০ টি ছয় দিয়ে৷

বাংলা খবর/ খবর/খেলা/
IND vs SA: সঞ্জু- তিলকের সুপার ইনিংসের পর বল হাতে কামাল অর্শদীপ-বরুণ, হার্দিকদের, হেলায় হারিয়ে সিরিজ জয় ভারতের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল