TRENDING:

IND vs SA: ‘সিনিয়র ক্রিকেটাররা সিনিয়রই হন’, হনুমা বিহারী ও শ্রেয়স আইয়ারকে নিয়ে সাফ অবস্থান জানালেন দ্রাবিড়

Last Updated:

তরুণ প্রতিভাবান হনুমা বিহারী (Hanuma Vihari), শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) মতো ক্রিকেটারকে প্লেয়িং ইলেভেনের নিয়মিত সদস্য হতে পারছেন না৷ ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (Ind vs SA) সিরিজে এই তরুণ ক্রিকেটারদের ভবিষ্যত এখনই উজ্জ্বল হচ্ছে না৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
 #কেপটাউন: ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) সিনিয়র ক্রিকেটার চেতেশ্বর পূজারা  (Cheteshwar Pujara) এবং অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane)   যতদিন সম্ভব দলে রাখা হবে৷ যদিও এই কারণের জন্য তরুণ প্রতিভাবান হনুমা বিহারী (Hanuma Vihari), শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) মতো ক্রিকেটারকে প্লেয়িং ইলেভেনের নিয়মিত সদস্য হতে পারছেন না৷ ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (Ind vs SA) সিরিজে এই তরুণ ক্রিকেটারদের ভবিষ্যত এখনই উজ্জ্বল হচ্ছে না৷
hanuma vihari,shreyas iyer might have to wait for regular chances hints coach rahul dravid- Photo-  (AFP)
hanuma vihari,shreyas iyer might have to wait for regular chances hints coach rahul dravid- Photo- (AFP)
advertisement

নিজের ধৈর্য্যশালী আর দৃঢ় ক্রিকেটের কারণে হনুমা বিহারী (Hanuma Vihari) নিজের ১৩ টেস্ট ম্যাচ কেবল এক ম্যাচ  নিজের দেশে খেলেছেন৷ অধিনায়ক বিরাট কোহলি-র (Virat Kohli) পিঠে স্প্যাজমের কারণে এবং শ্রেয়স আইয়ারের  (Shreyas Iyer)  (Shreyas Iyer)  পেট খারাপ হওয়ার জন্য দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে সুযোগ পান হনুমা বিহারী (Hanuma Vihari)৷

advertisement

আরও পড়ুন - Technology: রোবট এবার পড়বে মানুষের মনের কথা, চিনে নয়া আবিষ্কারে আলোড়ন বিশ্বে

হনুমা বিহারী (Hanuma Vihari) দ্বিতীয় ইনিংসে ৪০ রান করে নিজের উপযোগিতা প্রমাণ করেন৷ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) বিহারীর প্রশংসা করে বলেছেন, ‘‘সবার আগে এই কথা বলতে চাই বিহারী দুটি ইনিংসে ভালো পারফর্ম করেছেন৷ প্রথম ইনিংসে ভাগ্য তাঁর সঙ্গ দেয়নি৷ কিন্তু বাস্তবে তাঁর শানদার ক্যাচ নেওয়া হয়েছে৷ দ্বিতীয় ইনিংসে তাঁর ভাল ব্যাটিং দেখা যায়৷ তা দলের মনোবল বাড়ায়৷ ’’

advertisement

আরও পড়ুন - Virat Kohli's Fitness Update: মেগা গুরুত্বপূর্ণ IND vs SA তৃতীয় টেস্টে কি কোহলি খেলবেন, যা জানাল ক্যাম্প

মিডি অর্ডারের অন্য এক ক্রিকেটার শ্রেয়স আইয়ারের  (Shreyas Iyer) প্রশংসাও করেছেন৷ দ্রাবিড় বলেছেন, ‘‘শ্রেয়স দুই বা তিন ম্যাচে এইরকম করেছেন৷ এখন তাঁর সুযোগ মিলছে ভাল পারফরম্যান্স করার৷ আশা করা যায় তাঁর সময়ও আসবে৷’’ কিন্তু এর মানে এই নয় তাঁকে রাহানে এবং পূজারার জায়গায় তাঁদের সুযোগ দেওয়া হবে৷ কারণ তাঁদের কোহলি আগামী ম্যাচে ফিরে আসা নিশ্চিত৷ ’’ দ্রাবিড় এই মামলায় নিজের স্পষ্ট রায় দিয়েছেন৷

advertisement

তিনি আরও বলেছেন, ‘‘ যদি আপনি আমাদের কিছু ক্রিকেটারকে নজর করেন তাহলে অভিজ্ঞ ক্রিকেটারদের অভিজ্ঞ মানা হয়৷ তাঁদেরও কেরিয়ার শুরুর আগে অপেক্ষা করতে হয়েছিল, কেরিয়ার শুরু হওয়ার পর প্রচুর রান করে৷’’

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

রাহুল দ্রাবিড় (Rahul Dravid) আরও বলেছেন, ‘‘এই জন্য এরকম অপেক্ষা করতে হয়, এটাই খেলার ধরণ৷ বিহারী এই ম্যাচে যেভাবে ব্যাট করছেন তাতে তাঁর আত্মবিশ্বাস বাড়বে আর দলের মনোবলও বাড়বে৷’’

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
IND vs SA: ‘সিনিয়র ক্রিকেটাররা সিনিয়রই হন’, হনুমা বিহারী ও শ্রেয়স আইয়ারকে নিয়ে সাফ অবস্থান জানালেন দ্রাবিড়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল