নিজের ধৈর্য্যশালী আর দৃঢ় ক্রিকেটের কারণে হনুমা বিহারী (Hanuma Vihari) নিজের ১৩ টেস্ট ম্যাচ কেবল এক ম্যাচ নিজের দেশে খেলেছেন৷ অধিনায়ক বিরাট কোহলি-র (Virat Kohli) পিঠে স্প্যাজমের কারণে এবং শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) (Shreyas Iyer) পেট খারাপ হওয়ার জন্য দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে সুযোগ পান হনুমা বিহারী (Hanuma Vihari)৷
advertisement
আরও পড়ুন - Technology: রোবট এবার পড়বে মানুষের মনের কথা, চিনে নয়া আবিষ্কারে আলোড়ন বিশ্বে
হনুমা বিহারী (Hanuma Vihari) দ্বিতীয় ইনিংসে ৪০ রান করে নিজের উপযোগিতা প্রমাণ করেন৷ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) বিহারীর প্রশংসা করে বলেছেন, ‘‘সবার আগে এই কথা বলতে চাই বিহারী দুটি ইনিংসে ভালো পারফর্ম করেছেন৷ প্রথম ইনিংসে ভাগ্য তাঁর সঙ্গ দেয়নি৷ কিন্তু বাস্তবে তাঁর শানদার ক্যাচ নেওয়া হয়েছে৷ দ্বিতীয় ইনিংসে তাঁর ভাল ব্যাটিং দেখা যায়৷ তা দলের মনোবল বাড়ায়৷ ’’
আরও পড়ুন - Virat Kohli's Fitness Update: মেগা গুরুত্বপূর্ণ IND vs SA তৃতীয় টেস্টে কি কোহলি খেলবেন, যা জানাল ক্যাম্প
মিডি অর্ডারের অন্য এক ক্রিকেটার শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) প্রশংসাও করেছেন৷ দ্রাবিড় বলেছেন, ‘‘শ্রেয়স দুই বা তিন ম্যাচে এইরকম করেছেন৷ এখন তাঁর সুযোগ মিলছে ভাল পারফরম্যান্স করার৷ আশা করা যায় তাঁর সময়ও আসবে৷’’ কিন্তু এর মানে এই নয় তাঁকে রাহানে এবং পূজারার জায়গায় তাঁদের সুযোগ দেওয়া হবে৷ কারণ তাঁদের কোহলি আগামী ম্যাচে ফিরে আসা নিশ্চিত৷ ’’ দ্রাবিড় এই মামলায় নিজের স্পষ্ট রায় দিয়েছেন৷
তিনি আরও বলেছেন, ‘‘ যদি আপনি আমাদের কিছু ক্রিকেটারকে নজর করেন তাহলে অভিজ্ঞ ক্রিকেটারদের অভিজ্ঞ মানা হয়৷ তাঁদেরও কেরিয়ার শুরুর আগে অপেক্ষা করতে হয়েছিল, কেরিয়ার শুরু হওয়ার পর প্রচুর রান করে৷’’
রাহুল দ্রাবিড় (Rahul Dravid) আরও বলেছেন, ‘‘এই জন্য এরকম অপেক্ষা করতে হয়, এটাই খেলার ধরণ৷ বিহারী এই ম্যাচে যেভাবে ব্যাট করছেন তাতে তাঁর আত্মবিশ্বাস বাড়বে আর দলের মনোবলও বাড়বে৷’’