কুম্বলে জানান, গত তিন থেকে চার বছরে ভারতের টেস্ট দলের শীর্ষ পাঁচ ব্যাটারের জায়গায় ব্যাপক পরিবর্তন এসেছে। অভিজ্ঞদের বিদায় এবং নতুনদের অবিচ্ছিন্ন সুযোগ না পাওয়ায় দলটি ছন্দ হারাচ্ছে বলে মত দেন তিনি। কোহলি ও রোহিতের মে মাসে অবসর, পূজারার আগস্টে বিদায় এবং রাহানের জুলাই ২০২৩ থেকে টেস্ট না খেলা—এই ধারাবাহিক পরিবর্তন ভারতীয় ব্যাটিংয়ের ভিত নড়িয়ে দিয়েছে।
advertisement
এছাড়া, ঘাড়ের চোটের কারণে সিরিজ থেকে ছিটকে যাওয়া শুভমান গিলের অনুপস্থিতিকেও গুরুত্বের সঙ্গে দেখছেন কুম্বলে। তাঁর মতে, গিলকে শুধু নেতৃত্বে নয়, বরং ব্যাটসম্যান হিসেবেও ভারত দারুণভাবে মিস করেছে। টপ অর্ডারে ধারাবাহিক ওপেনিং এবং স্থায়ী ব্যাটিং কম্বিনেশন না থাকার ফলে নতুন ব্যাটারদের ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে।
কুম্বলে জোর দিয়ে বলেন, ঘন ঘন পরিবর্তন খেলোয়াড়দের আত্মবিশ্বাসে আঘাত হানতে পারে এবং তাঁদের ব্যাটিংছন্দ নষ্ট করতে পারে। তিনি মনে করেন, নির্বাচিত ব্যাটারদের কমপক্ষে ছয় থেকে আট টেস্ট ধরে সুযোগ দিলে তারা নিজেদের প্রমাণের সুযোগ পাবে এবং ব্যাটিং অর্ডারেও ধীরে ধীরে স্থিতিশীলতা আসবে। কুম্বলের এই সমালোচনা নাম না করে যে গম্ভীরকেই বুঝিয়েছেন বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
আরও পড়ুনঃ IND vs SA: এবার গম্ভীরের সমালোচনায় সরব রবি শাস্ত্রী, বর্তমানকে বড় কথা বলে দিলেন প্রাক্তন কোচ
ভারতের এই প্রাক্তন ক্রিকেটার ও কোচ মনে করেন, সাম্প্রতিক ব্যর্থতায় হতাশা থাকলেও এখনই সিদ্ধান্তে ঝাঁপিয়ে পড়ার সময় নয়। বরং দীর্ঘমেয়াদি পরিকল্পনা, স্থিতিশীলতা এবং তরুণ ব্যাটারদের প্রতি আস্থা রাখলেই ভারত আবারও টেস্ট ব্যাটিংয়ে শক্ত অবস্থানে ফিরে আসতে পারবে বলেই তাঁর মত।
