TRENDING:

IND vs SA: ইডেনের মতই স্পিনারদের স্বর্গরাজ্য! না নতুন চমক! কেমন হল দ্বিতীয় টেস্টের উইকেট? রইল আপডেট

Last Updated:

IND vs SA 2nd Test: ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে গুয়াহাটির বরসপাড়া ক্রিকেট স্টেডিয়ামে। প্রথম টেস্টে টার্নিং পিচের কারণে ম্যাচ মাত্র তিন দিনেই শেষ হয়ে যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে গুয়াহাটির বরসপাড়া ক্রিকেট স্টেডিয়ামে। প্রথম টেস্টে টার্নিং পিচের কারণে ম্যাচ মাত্র তিন দিনেই শেষ হয়ে যায়। তাই দ্বিতীয় টেস্টের আগে সমর্থকদের মধ্যে দ্বিতীয় ম্যাচের পিচ নিয়ে কৌতূহল তুঙ্গে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যাচ্ছে, বরসপাড়ার পিচ বর্তমানে বেশ সবুজ। যদিও ধারণা করা হচ্ছে, ম্যাচ শুরুর আগে ঘাস কেটে পিচকে তুলনামূলক ফ্ল্যাট করা হতে পারে, যা ব্যাটসম্যানদের জন্য সহায়ক পরিস্থিতি তৈরি করবে।
News18
News18
advertisement

ইডেন গার্ডেনের মতো টার্নিং ট্র্যাকের অভিজ্ঞতা ভারতীয় দলকে ভাবনায় ফেলেছে। প্রথম টেস্টে হারের পর ভারতীয় শিবির অবশ্যই চায় এমন একটি পিচ, যেখানে ব্যাট ও বলের মধ্যে সুষম লড়াই উপভোগ করতে পারবে দর্শকরা। কোচিং সেটআপের অংশ হিসেবে গৌতম গম্ভীর এবার পিচ প্রস্তুতির দিকে বিশেষ নজর দিতে পারেন বলেও জানা গেছে। ফলে দ্বিতীয় টেস্টটি প্রথম ম্যাচের তুলনায় আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়ার সম্ভাবনা প্রবল।

advertisement

এদিকে বরসপাড়ার উইকেটের স্বভাব সবুজ দেখালেও স্বাভাবিকভাবেই ম্যাচের আগে কিউরেটররা ঘাস ছাঁটাই করতে পারেন। এতে পিচের গতি ও বাউন্স বজায় থাকলেও ব্যাটসম্যানদের বড় রান করার সুযোগ তৈরি হতে পারে। তাই ক্রিকেটপ্রেমীরা আশা করছেন, এই ম্যাচে দীর্ঘ ইনিংস, বড় স্কোর এবং উভয় দলের বোলারদের সমান চ্যালেঞ্জ দেখা যাবে।

আরও পড়ুনঃ দ্বিতীয় টেস্ট জিততে ৩টি কাজ করতে হবে ভারতীয় দলকে! জানিয়ে দিলেন তারকা ব্যাটার

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ব্রিটিশ ডাক্তার হয়েছিলেন 'কোটিপতি' ব্যবসায়ী, আজও সোনামুখীতে রয়েছে বাড়ি! অনেকে জানেন না
আরও দেখুন

ম্যাচ চলাকালীন গুয়াহাটির আবহাওয়াও ক্রিকেট উপযোগী থাকার সম্ভাবনা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ২২ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত শহরের আকাশ মোটামুটি পরিষ্কার থাকবে। বৃষ্টির সম্ভাবনা প্রতিদিনই ১ থেকে ৪ শতাংশের মধ্যে, যা ম্যাচে বিঘ্ন ঘটানোর মতো নয়। তাপমাত্রা ১৫ থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে। সব মিলিয়ে বরসপাড়ায় দ্বিতীয় টেস্ট ম্যাচে জমজমাট লড়াই দেখার অপেক্ষায় রয়েছে ক্রিকেটপ্রেমীরা।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
IND vs SA: ইডেনের মতই স্পিনারদের স্বর্গরাজ্য! না নতুন চমক! কেমন হল দ্বিতীয় টেস্টের উইকেট? রইল আপডেট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল