সেঞ্চুরিয়নে প্রথম টেস্টে ভারতীয় বোলাররা দক্ষিণ আফ্রিকা দলকে দুটি ইনিংসেই ২০০-র কম রানে বেঁধে রেখেছিলেন৷ এছাড়া চার বছর আগে মহম্মদ শামি (Mohammed Shami) এবং জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) জুটি ওয়ান্ডারার্সের মাঠে দক্ষিণ আফ্রিকাকে ১৯৪ ও ১৭৭ রানে অলআউট করে দিয়েছিলেন৷ এই লড়াইতে ভারতের বিরাট কোহলি নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল ৬৩ রানে ম্যাচ জিতেছিল৷
advertisement
আরও পড়ুন - Video: বর্ষবরণের রাতে কোয়ারেন্টাইন ভেঙে উচ্ছ্বাস মহমেডানের প্লেয়ারদের, হল জরিমানা
এতে জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) ৭ ও মহম্মদ শামি (Mohammed Shami) ৬ উইকেট পেয়েছিলেন৷ প্রথম ইনিংসে বুমরাহ নিয়েছিলেন ৫ উইকেট আর মহম্মদ শামি দ্বিতীয় ইনিংসে নিয়েছিলেন ৫ উইকেট৷ তবে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন ভুবনেশ্বর কুমার৷ তিনি দুটি ইনিংসে ব্যাট হাতে ৩০ ও ৩৩ রান করেছিলেন এবং ৪ উইকেটও নিয়েছিলেন৷
আরও পড়ুন - I love Berhampore: পর্যটকদের জন্য এবার বহরমপুরে উদ্বোধন করা হল আই লাভ বহরমপুর
এদিকে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (India vs South Africa) দ্বিতীয় টেস্টের প্রথম দিনের শেষে মহম্মদ সিরাজের মাংসপেশিতে টান ধরে৷ ফলে তাঁকে মাঠ ছেড়ে চলে যেতে হয়৷ ভারতীয় দল আশা করছে তাঁর চোট যেন গুরুতর না হয়৷ যাতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (Ind vs SA) টেস্টের দ্বিতীয় দিনে (2nd Day) তিনি বল করতে পারেন৷ এদিকে দ্বিতীয় টেস্টের (2nd Test) শুরুটা ভালো হয়নি, যেহেতু মাংসপেশিতে চোটের কারণে ম্যাচে খেলতেই পারছেন না অধিনায়ক বিরাট কোহলি৷
