TRENDING:

IND vs SA: ম্যাচের আগের দিন চিন্তা বাড়ল গিল-গম্ভীরের! কী জানালেন ভারত অধিনায়ক

Last Updated:

IND vs SA 1st Test: ম্যাচের আগের দিন কিছুটা হলও চিন্তিত দেখা গেল ভারত অধিনায়ককে শুভমান গিলকে। আর গিলের চিন্তার কারণ হল ইডেনের ২২ গজ। পিচ দেখে খুশি নন গিল। দীর্ঘ আলোচনা করতে দেখা গেল গৌতম গম্ভীরকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আর কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই ইডেনে শুরু ভারত বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট। ৬ বছর পর টেস্ট ক্রিকেট ফিরছে ক্রিকেটের নন্দন কাননে। কিন্তু ম্যাচের আগের দিন কিছুটা হলও চিন্তিত দেখা গেল ভারত অধিনায়ককে শুভমান গিলকে। আর গিলের চিন্তার কারণ হল ইডেনের ২২ গজ। পিচ দেখে খুশি নন গিল। দীর্ঘ আলোচনা করতে দেখা গেল গৌতম গম্ভীরকে।
News18
News18
advertisement

ম্যাচের আগের দিন নিয়ম মেনে ঐচ্ছি অনুশীলন ছিল ভারতীয় দলের। শুভমন গিল ছাড়াও অনুশীলনে উপস্থিত ছিলেন ঋষভ পন্থ, কেএল রাহুল, অক্ষর প্যাটেল, আকাশ দীপ, সাঁই সুদর্শন ও কুলদীপ যাদব। বৃহস্পতিবার ইডেনে গিয়েই পিচ দেখতে চলে যান কোচ গৌতম গম্ভীর। কাছ থেকে উইকেট পর্যবেক্ষণ করেন গৌতি। সঙ্গে ছিলে সিতাংশু কোটাক, মর্নি মর্কেল, রানায় টেন দুশখাতেরা।

advertisement

কিছু সময়ের মধ্যেই সেখানে যোগ দেন ইডেনের পিত প্রস্তুতকারক সুজন মুখোপাধ্যায়, ভারতীয় ক্রিকেট বোর্ডের দুই পিচ প্রস্তুতকারক আশিস ভৌমিক ও তাপস চট্টোপাধ্যায়। পৌছে যান শুভমান গিল ও ঋষভ পন্থও। ভারতীয় তারকাদের পিচ দেখে খুব একটা সন্তুষ্ট মনে হয়নি। কলকাতায় পা রেখেই পরের দিনই পিচ দেখতে গিয়েছিলেন গম্ভীর। সূত্রের খবর, টার্নার ট্র্যাক দাবি করেছিলেন ভারতীয় কোচ। ম্যাচের আগের দিনও কি পিচ নিয়ে খুশি হতে পারলেন না গম্ভীর? প্রশ্ন থাকছেই।

advertisement

আরও পড়ুনঃ Vaibhav Suryavanshi: মাঠে নামলেই গড়বেন বিশ্বরেকর্ড! তার আগে ভারতীয় দলেই ট্রোলের শিকার বৈভব! ভাইরাল ভিডিও

সেরা ভিডিও

আরও দেখুন
চন্দ্রবোড়ার ভয়ে কাঁটা, চাষিদের মধ্যে আতঙ্ক! বিষধর সাপের উৎপাতে আতঙ্ক
আরও দেখুন

শুভমান গিল যে পিচ নিয়ে খুব একটা খুশি নয়,”তা গিলের কথাতেই পরিষ্কার। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে ভারত অধিনায়ক বলেন, “বুধবার এসে দেখেছিলাম অন্য রকম উইকেট। আজ এসে দেখছি সেটা বদলে গিয়েছে। কাল এসে আরও এক বার দেখলে বুঝতে পারব।” পিচে রিভার্স সুইং বড় ভূমিকা নিতে পারে বলে মনে করেন শুভমান গিল। ফলে পেসারদের পাশাপাশি ইডেনে পেসাররাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
IND vs SA: ম্যাচের আগের দিন চিন্তা বাড়ল গিল-গম্ভীরের! কী জানালেন ভারত অধিনায়ক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল