ম্যাচের আগের দিন নিয়ম মেনে ঐচ্ছি অনুশীলন ছিল ভারতীয় দলের। শুভমন গিল ছাড়াও অনুশীলনে উপস্থিত ছিলেন ঋষভ পন্থ, কেএল রাহুল, অক্ষর প্যাটেল, আকাশ দীপ, সাঁই সুদর্শন ও কুলদীপ যাদব। বৃহস্পতিবার ইডেনে গিয়েই পিচ দেখতে চলে যান কোচ গৌতম গম্ভীর। কাছ থেকে উইকেট পর্যবেক্ষণ করেন গৌতি। সঙ্গে ছিলে সিতাংশু কোটাক, মর্নি মর্কেল, রানায় টেন দুশখাতেরা।
advertisement
কিছু সময়ের মধ্যেই সেখানে যোগ দেন ইডেনের পিত প্রস্তুতকারক সুজন মুখোপাধ্যায়, ভারতীয় ক্রিকেট বোর্ডের দুই পিচ প্রস্তুতকারক আশিস ভৌমিক ও তাপস চট্টোপাধ্যায়। পৌছে যান শুভমান গিল ও ঋষভ পন্থও। ভারতীয় তারকাদের পিচ দেখে খুব একটা সন্তুষ্ট মনে হয়নি। কলকাতায় পা রেখেই পরের দিনই পিচ দেখতে গিয়েছিলেন গম্ভীর। সূত্রের খবর, টার্নার ট্র্যাক দাবি করেছিলেন ভারতীয় কোচ। ম্যাচের আগের দিনও কি পিচ নিয়ে খুশি হতে পারলেন না গম্ভীর? প্রশ্ন থাকছেই।
শুভমান গিল যে পিচ নিয়ে খুব একটা খুশি নয়,”তা গিলের কথাতেই পরিষ্কার। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে ভারত অধিনায়ক বলেন, “বুধবার এসে দেখেছিলাম অন্য রকম উইকেট। আজ এসে দেখছি সেটা বদলে গিয়েছে। কাল এসে আরও এক বার দেখলে বুঝতে পারব।” পিচে রিভার্স সুইং বড় ভূমিকা নিতে পারে বলে মনে করেন শুভমান গিল। ফলে পেসারদের পাশাপাশি ইডেনে পেসাররাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
