পাকিস্তানের পক্ষ থেকে দলীয় ম্যানেজার নবীদ চীমা ভারতীয় দলের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। PCB-এর বিবৃতিতে বলা হয়, এই আচরণ খেলোয়াড়সুলভ মনোভাব ও ক্রিকেটের চেতনার পরিপন্থী। ম্যাচের আগে টসের সময়ও ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগার সঙ্গে করমর্দন করেননি, যা ম্যাচ পূর্ববর্তী সৌহার্দ্য নীতির লঙ্ঘন হিসেবেই দেখা হচ্ছে।
advertisement
ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব পরে সাংবাদিক সম্মেলনে ব্যাখ্যা দিয়ে বলেন, “সঠিক সময়ে, আমরা পহেলগাঁও সন্ত্রাসী হামলার শিকার পরিবারগুলির পাশে দাঁড়াতে চাই। আমরা আমাদের সংহতি ও সমবেদনা প্রকাশ করছি। আমি এই জয় ভারতের সমস্ত সশস্ত্র বাহিনীকে উৎসর্গ করতে চাই যারা অসীম সাহসিকতা দেখিয়েছেন। আশা করি, তারা আমাদের অনুপ্রাণিত করে যাবেন এবং আমরা তাদের আরও গর্বিত করার মতো পারফরম্যান্স দিতে পারব, যাতে তাদের মুখে হাসি ফোটাতে পারি।”
আরও পড়ুন: Suryakumar Yadav: ম্যাচ শেষে কেন করেননি হ্যান্ডশেক? যা জবাব দিল ভারত অধিনায়ক! কল্পনার বাইরে
এই ঘটনার ফলে আগামীতে দুই দেশের মধ্যে সম্ভাব্য আরও ম্যাচকে ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। উভয় দল এশিয়া কাপের শেষপর্যায়ে আরও দু’বার মুখোমুখি হতে পারে। তবে মাঠের পারফরম্যান্স ছাড়াও কূটনৈতিক ও আবেগঘন প্রেক্ষাপটে দুই দলের আচরণ নিয়েই আলোচনা তীব্র হচ্ছে।