TRENDING:

Ind vs Pak: টস ভাগ্যে বদলের পর এবার প্লেয়িং ইলেভেনেও বড় চমক, দেখে নিন ভারত ও পাকিস্তানের প্রথম একাদশ

Last Updated:

চোট, স্ট্র্যাটেজি, বদলা, জয়ের ধারা এই সব কথা ছাপিয়ে এদিন ভারতীয় ফ্যানরা আশা করবে ফর্ম হাতড়াতে থাকা রোহিত শর্মা ও কেএল রাহুল যেন ছন্দ ফিরে পান৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দুবাই: শক্ত পিচ, শুকনো ঘাস, ফলে পিচ একেবারে বড় রানের৷ এই পিচ আপডেট দেখে নিয়েই কি দল সাজাল টিম ইন্ডিয়া৷ সাত নম্বর অবধি ব্যাটিং গভীরতা নিয়ে মাঠে দল নামালেন অধিনায়ক রোহিত শর্মা৷ এদিন ভারত বনাম পাকিস্তান এশিয়া কাপের সুপার ফোর ম্যাচে ভারতীয় দল টসে হেরে যায়৷ এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম৷
Ind vs Pak: Know the playing 11 of India and Pakistan
Ind vs Pak: Know the playing 11 of India and Pakistan
advertisement

এদিকে টসে গত রবিবারের থেকে এই রবিভারত বারে ভাগ্য বদলের পাশাপাশি ভারতীয় দলেও রইল বেশ খানিকটা চমক৷ দীনেশ কার্তিকের জায়গায় দলে এলেন ঋষভ পন্থ৷ এছাড়া রয়েছে চমক , দেখে নিন ভারতের প্রথম একাদশ বা প্লেয়িং ইলেভেন৷

রইল পাকিস্তান দলের প্লেয়িং ইলেভেন৷

এশিয়া কাপ ২০২২  (Asia Cup 2022) সুপার ফোর শুরু হয়ে গেছে৷ সুপার ফোর স্টেজের প্রথম ম্যাচ ছিল শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান৷ সেই ম্যাচ শারজাহতে খেলা হয়েছে৷ এই ম্যাচে শ্রীলঙ্কা পাঁচ বল বাকি থাকতে চার উইকেটে ম্যাচ জিতে গেছে৷ এই পর্বে ভারত বনাম পাকিস্তানের  (India vs Pakistan) দুবাইতে খেলা হবে৷ দুই দলই চাইবে এই স্টেজ জিতে শানদার শুরু করতে চাইছে৷ এর আগে প্রথমে সুপার সিক্স মোকাবিলায় ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে হারতে হয়েছে৷ বাবর আজমের বাহিনী চাইবে গত রবিবারের টাটকা বদলা নিয়ে নেবে৷ ভারতীয় দলও  মোকাবিলার জন্য জবরদস্ত ভাবে ঝাঁপাবে৷

advertisement

ভারত বনাম পাকিস্তান ম্যাচের আগ্রহে ফুটছেন ফ্যানরা৷ সন্ধ্যা সাড়ে সাতটা থেকে ম্যাচের সরাসরি সম্প্রচার হবে স্টার স্পোর্টস চ্যানেলে৷ আর এই ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখা যাবে হটস্টার অ্যাপে৷

এদিকে এই ম্যাচ ঘিরে সারা পৃথিবীর ক্রিকেটপ্রেমীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে৷ ভারত বনাম পাকিস্তান এই ম্যাচ যে জিতবে সেই দলই নিজেদের সুপার ফোর অভিযান জয় দিয়ে শুরু করবে৷

ভারতীয় দলে রবীন্দ্র জাদেজার চোট চিন্তায় রেখেছে টিম ইন্ডিয়া শিবিরকে৷ কারণ এশিয়া কাপে এবারের প্রথম ভারত বনাম পাকিস্তান ম্যাচে জাদেজার কার্যকরী ভূমিকা ছিল৷ এদিকে ভারতীয় দলে যেমন জাদেজার চোট চিন্তায় রেখেছে তেমনিই পাকিস্তানের জোরে বোলার শাহনবাজ দহানি মাংসপেশির টানের কারণে এশিয়া কাপ টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন৷ শাহিন শাহ আফ্রিদি এবং মহম্মদ ওয়াসিম জুনিয়র পরে দহানিও টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন পাকিস্তানের তৃতীয় পেসার৷ এখন নসিম শাহ ও হারিস রউফের সঙ্গে তৃতীয় কোন পেসার দলে থাকবেন তা নিয়ে জোর জল্পনা৷

সেরা ভিডিও

আরও দেখুন
নদীর জলে ভেসে গেল গণ্ডার, প্রাণ বাঁচাতে যা করল..! হু হু করে ভাইরাল ভিডিও
আরও দেখুন

চোট, স্ট্র্যাটেজি, বদলা, জয়ের ধারা এই সব কথা ছাপিয়ে এদিন ভারতীয় ফ্যানরা আশা করবে ফর্ম হাতড়াতে থাকা রোহিত শর্মা ও কেএল রাহুল যেন ছন্দ ফিরে পান৷ অন্যদিকে বিরাট কোহলি নিজের ব্যাডপ্যাচ পুরোপুরি কাটিয়ে চির প্রতিদ্বন্দীদের বিরুদ্ধে জ্বলওয়া দেখান৷ পাশাপাশি মিডল অর্ডার নিজের দায়িত্ব পালন করুক এবং বোলাররা যেন আগের দিনের মতোই পাক ব্যাটসম্যানদের বেশি বাড়তে না দেয়৷

বাংলা খবর/ খবর/খেলা/
Ind vs Pak: টস ভাগ্যে বদলের পর এবার প্লেয়িং ইলেভেনেও বড় চমক, দেখে নিন ভারত ও পাকিস্তানের প্রথম একাদশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল