আকমল শুধু অর্শদীপকে নিয়ে মজাই করেননি, শিখ ধর্ম নিয়েও আপত্তিকর মন্তব্য করেছেন। আকমলের এই মন্তব্য তিরস্কার করেন হরভজন সিং। এরপর প্রকাশ্যে ক্ষমা চাইতে হয় আকমলকে।
কামরান আকমল ভারত-পাক ম্যাচ চলাকালীন এআরওয়াই নিউজে আরশদীপ সিংকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন। ভারত-পাকিস্তান ম্যাচে শেষ ওভার বল করেছিলেন আরশদীপ। এই ওভারে পাকিস্তানকে ১৮ রান করতে হয়েছিল, কিন্তু আরশদীপ সিং তাদের মাত্র ১১ রান করতে দেন। এভাবে ৮ রানে জিতল ভারত।
ভারত বনাম পাকিস্তান ম্যাচ চলাকালীন আকমলকে এআরওয়াই নিউজে সাক্ষাৎকারে বলতে দেখা যায়, ‘দেখুন, অর্শদীপ সিংকে শেষ ওভার করতে হবে। তাঁর ছন্দ দেখা যায় না। কিন্তু যে কোনও কিছু হতে পারে… রাত ১২টা বাজে।’ একথা বলার পর আকমল হাসতে থাকে। এরপর অনুষ্ঠানের উপস্থাপক বলেছেন যে শেষ ওভারে ১৬-১৭ রান যথেষ্ট হতে পারে। এতে আকমল হেসে বলেন, ‘১২টার পর কোনো শিখকে ওভার দেওয়া উচিত নয়…’ দেখে নিন সেই ভিডিও
হরভজন সিং আকমলের সমালোচনা করেছেন এবং সোশ্যাল মিডিয়াতেও প্রতিক্রিয়া জানিয়েছেন। হরভজনের জবাবের পর কামরানা আকমলও ক্ষমা চেয়েছেন।
X.com-এ হরভজন সিং লিখেছেন, ‘ধিক্কার দাও কামরান আকমল.. তোমার নোংরা জিভ খোলার আগে শিখদের ইতিহাস জানা উচিত। আমরা শিখেরা তোমাদের মা-বোনদের যখন হানাদারদের হাতে অপহরণ করেছিল, তখন সময় ছিল রাত ১২টা। একটু লজ্জা কর।’