ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। সেই সিদ্ধান্তই কাল হয়ে যায়। প্রথম ওভারের প্রথম বলেই পাকিস্তানকে ধাক্কা দেন হার্দিক পান্ডিয়া। দ্বিতীয় ওভারে ভারতকে দ্বিতীয় সাফল্য এনে দেন জসপ্রীত বুমরাহ। শুরুতেই পরপর দুটি উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পাক দল। এরপর শাহিবজাদা ফারহান ও ফখর জামান ৩৯ রানের পার্টনারশিপ করে কিছুটা লড়াই করার চেষ্টা করে।
advertisement
কিন্তু ভারতীয় স্পিন অ্যাটাক পাকিস্তান ব্যাটিংয়ের মেরুদণ্ড পুরো ভেঙে দেন। টি-২০ ক্রিকেটে টেস্ট ম্যাচের মতন ব্যাটিং করে পাকিস্তান।অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদবের ঘূর্ণির কোনও জবাব ছিল পাক ব্যাটারদের কাছে। অক্ষর ২টি, কুলদীপ ৩ ও বরুণ ১টি করে উইকেট নিয়ে বড় স্কোরে পৌছানোর সব আশায় জল ঢেলে দেয়। শাহিবজাদা ফারহানের ৪০ শেষের দিকে শাহিন আফ্রিদির ১৬ বলে ৩৩ রানের ঝোড়ো ইনিংসে ভর করে সম্মানজনক স্কোরে পৌছায় পাকিস্তান।
১২৮ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই নিজের বিধ্বংসী মেজাজে ব্যাটিং করেন অভিষেক শর্মা। যেভাবে শাহিন আফ্রিদি শেষের দিকে ঝোড়ো ব্যাটিং করেন, সুদে-আসলে শাহিনের বলেই একের পর এক প্রহার করে তা মিটিয়ে দেন অভিষেক। ১৩ বলে ৩১ রানের ইনিংস খেলে শুরুতেই বুঝিয়ে দেয় বোলিংয়ের মত রান চেজেও ডমিনেট করবে ভারতীয় দল। তবে এদিন শুভমান গিল বড় রান পাননি।
২ উইকেট পড়ার পর ভারতীয় দলের ইনিংসের রাশ ধরেন অধিনায়ক সূর্যকুমার যাদব ও তিলক বর্মা। ঠান্ডা মাথায় ব্যাটিং করার পাশাপাশ প্রয়োজন মত আক্রমণাত্মক শটও খেলেন দুই তারকা। অর্ধশতরানের পার্টনারশিপ করে ভারতের জয় নিশ্চিত করে দেন। তিলক বর্মা ৩১ রানে করে ফিরলেও সূর্যকুমার যাদব ৪৭ ও শিবম দুবে ১০ রান করে অপরাজিত থেকে দলকে জয় এনে দেন।